State Bank Of India
দেশের সবথেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কম সুদে বিজনেস লোন দিয়ে থাকে। ৫০ লাখ টাকা বিজনেস লোনের জন্য মার্চ মাসে এই ব্যাঙ্কের সুদের হার হল ১১.২ শতাংশ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ধরনের বিজনেস লোনের জন্য ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত প্রসেসিং ফি নিয়ে থাকে। কিন্তু তাও অন্য ব্যাঙ্কের তুলনায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিজনেস লোনের সুদের হার কম। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই বিজনেস লোন প্রায় ৫ বছরের জন্য দেওয়া হয়।
advertisement
আরও পড়ুন - IPL 2022: কোন মাঠে সবচেয়ে বেশি দর্শক থাকছেন এবারের আইপিএলে
HDFC Bank
বেসরকারি ব্যাঙ্কের মধ্যে দেশের সবথেকে বড় ব্যাঙ্ক HDFC কম সুদে বিজনেস লোন দিয়ে থাকে। মার্চ মাসে এই ব্যাঙ্কের তরফে প্রায় ১৬ শতাংশ সুদের হারে দেওয়া হচ্ছে বিজনেস লোন। এছাড়াও এই ব্যাঙ্কের তরফে ৪৯৯ টাকার প্রসেসিং ফি নেওয়া হয়। HDFC Bank ৬ মাস থেকে ৪৮ মাসের জন্য প্রায় ৭৫ লাখ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে।
Axis Bank
বেসরকারি ব্যাঙ্কের মধ্যে দেশের দ্বিতীয় বড় ব্যাঙ্ক Axis কম সুদে বিজনেস লোন দিয়ে থাকে। এই ব্যাঙ্ক প্রায় ১৫ শতাংশ সুদের হারে বিজনেস লোন দিয়ে থাকে। Axis Bank-এর তরফে প্রায় ৫০ লাখ টাকা পর্যন্ত দেওয়া হয় বিজনেস লোন হিসাবে। ১২ মাস থেকে ৩৬ মাস সময়ের জন্য এই ধরনের বিজনেস লোন দেওয়া হয়ে থাকে। ব্যবসার ধরন অনুসারে সুদের হার পরিবর্তিত হয় এই ব্যাঙ্কের বিজনেস লোনে।
আরও পড়ুন - Panchangam 22nd March 2022: পঞ্জিকা ২২ মার্চ: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন
ICICI Bank
এই ব্যাঙ্ক প্রায় ১৬ শতাংশ সুদের হারে বিজনেস লোন দিয়ে থাকে। এই ব্যাঙ্ক প্রায় ৪০ লাখ টাকা পর্যন্ত বিজনেস লোন দিয়ে থাকে। ৬ মাস থেকে ৪৮ মাস সময়ের জন্য এই লোন দেওয়া হয়।