TRENDING:

How to get Easy Loan: ব্যবসার জন্য লোন? এক নজরে দেখে নিন সেরা সুযোগ দিচ্ছে কোন ব্যাঙ্ক

Last Updated:

How to get Easy Loan: দেশে এমন কয়েকটি ব্যাঙ্ক রয়েছে যারা কম সুদে ব্যবসার লোন দিয়ে থাকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ব্যবসা শুরু করার জন্য সবথেকে প্রয়োজনীয় হল ফান্ড। একটি ব্যবসা শুরু করার জন্য তার আইডিয়া খুব ভাল হলেও টাকা ছাড়া সেই ব্যবসা শুরু করা যায় না। বর্তমানে বেশ কিছু ব্যাঙ্ক ব্যবসার জন্য লোন (How to get Easy Loan) দিয়ে থাকে। কিন্তু বিভিন্ন ধরনের ব্যাঙ্কের ক্ষেত্রে বিভিন্ন ধরনের লোন (Loan) দেওয়া হয়। বিভিন্ন ধরনের ব্যাঙ্কের সুদের হারও বিভিন্ন ধরনের হয়। কিন্তু দেশে এমন কয়েকটি ব্যাঙ্ক রয়েছে যারা কম সুদে ব্যবসার লোন দিয়ে থাকে। এই ধরনের লোন নিয়ে সহজেই শুরু করা যেতে পারে নিজেদের ব্যবসা।
রেপো রেট বাড়ার কারণে বাড়বে ইএমআই, কীভাবে কমাবেন মাসিক কিস্তির বোঝা?
রেপো রেট বাড়ার কারণে বাড়বে ইএমআই, কীভাবে কমাবেন মাসিক কিস্তির বোঝা?
advertisement

State Bank Of India 

দেশের সবথেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কম সুদে বিজনেস লোন দিয়ে থাকে। ৫০ লাখ টাকা বিজনেস লোনের জন্য মার্চ মাসে এই ব্যাঙ্কের সুদের হার হল ১১.২ শতাংশ। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই ধরনের বিজনেস লোনের জন্য ২ থেকে ৩ শতাংশ পর্যন্ত প্রসেসিং ফি নিয়ে থাকে। কিন্তু তাও অন্য ব্যাঙ্কের তুলনায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বিজনেস লোনের সুদের হার কম। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই বিজনেস লোন প্রায় ৫ বছরের জন্য দেওয়া হয়।

advertisement

আরও পড়ুন - IPL 2022: কোন মাঠে সবচেয়ে বেশি দর্শক থাকছেন এবারের আইপিএলে

HDFC Bank 

বেসরকারি ব্যাঙ্কের মধ্যে দেশের সবথেকে বড় ব্যাঙ্ক HDFC কম সুদে বিজনেস লোন দিয়ে থাকে। মার্চ মাসে এই ব্যাঙ্কের তরফে প্রায় ১৬ শতাংশ সুদের হারে দেওয়া হচ্ছে বিজনেস লোন। এছাড়াও এই ব্যাঙ্কের তরফে ৪৯৯ টাকার প্রসেসিং ফি নেওয়া হয়। HDFC Bank ৬ মাস থেকে ৪৮ মাসের জন্য প্রায় ৭৫ লাখ টাকা পর্যন্ত লোন দিয়ে থাকে।

advertisement

Axis Bank 

বেসরকারি ব্যাঙ্কের মধ্যে দেশের দ্বিতীয় বড় ব্যাঙ্ক Axis কম সুদে বিজনেস লোন দিয়ে থাকে। এই ব্যাঙ্ক প্রায় ১৫ শতাংশ সুদের হারে বিজনেস লোন দিয়ে থাকে। Axis Bank-এর তরফে প্রায় ৫০ লাখ টাকা পর্যন্ত দেওয়া হয় বিজনেস লোন হিসাবে। ১২ মাস থেকে ৩৬ মাস সময়ের জন্য এই ধরনের বিজনেস লোন দেওয়া হয়ে থাকে। ব্যবসার ধরন অনুসারে সুদের হার পরিবর্তিত হয় এই ব্যাঙ্কের বিজনেস লোনে।

advertisement

আরও পড়ুন - Panchangam 22nd March 2022: পঞ্জিকা ২২ মার্চ: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন

ICICI Bank 

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই ব্যাঙ্ক প্রায় ১৬ শতাংশ সুদের হারে বিজনেস লোন দিয়ে থাকে। এই ব্যাঙ্ক প্রায় ৪০ লাখ টাকা পর্যন্ত বিজনেস লোন দিয়ে থাকে। ৬ মাস থেকে ৪৮ মাস সময়ের জন্য এই লোন দেওয়া হয়।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
How to get Easy Loan: ব্যবসার জন্য লোন? এক নজরে দেখে নিন সেরা সুযোগ দিচ্ছে কোন ব্যাঙ্ক
Open in App
হোম
খবর
ফটো
লোকাল