রেশন কার্ড ট্রান্সফার -এক রাজ্য থেকে অন্য রাজ্যে রেশন কার্ড ট্রান্সফার করার জন্য আপনার এলাকার খাদ্য দফতরে যেতে হবে ৷ এর জন্য একটি লিখিত আবেদন জমা দিতে হবে ৷ এর জন্য আপনার ঠিকানার প্রমান পত্র ও ফি জমা করতে হবে ৷ এরপর ট্রান্সফার করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে ৷
বাড়িতে বসে এই ভাবে আপডেট করুন অ্যাড্রেস
advertisement
এর জন্য পিডিএস পোর্টালে (Www.pdsportal.nic.in) যেতে হবে
এরপর রাজ্য সরকারের পোর্টালের ট্যাবে যেতে হবে
এখানে আপনার রাজ্যের একটি লিস্ট পেয়ে যাবেন
আপনার রাজ্য সিলেক্ট করুন
এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে
এরপর এই স্টেসগুলি ফলো করতে হবে
অ্যাড্রেস বদল করার জন্য আপনাকে আপনার রাজ্যের সিলেক্ট করতে হবে ৷ এখানে আপনার আইডি ও পাসওয়ার্ড এন্টার করতে হবে ৷ এরপর সমস্ত ডিটেল দিয়ে এবং সাবমিট করতে হবে ৷ নিজের আবেদন পত্রের একটি প্রিন্ট নিজের কাছে রেখে দিন ৷
যে যে ডকুমেন্টের দরকার পড়বে--
১. তিনটি পাসপোর্ট সাইজের ছবি লাগবে
২. ঠিকানার প্রমান পত্র
৩. নিজের বাড়ি থাকলে লেটেস্ট ট্যাক্স পেড রিসিপ্ট লাগবে
৪. ভাড়া বাড়িতে থাকলে লেটেস্ট রেন্ট রিসিপ্ট ব্যবহার করা যেতে পারে