TRENDING:

PF থেকে LPG সিলিন্ডার বুকিং! সমস্ত বড় কাজ সহজেই করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে

Last Updated:

UMANG APP এর মাধ্যমে আপনি একই জায়গায় ২১৪৯৯ ধরনের সরকারি ও ইউটিলিটি পরিষেবা ব্যবহার করতে পারবেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: উমং অ্যাপের (Umang) মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনি সহজেই কয়েক মুহূর্তের মধ্যে সেরে ফেলতে পারবেন ৷ এই মোবাইল অ্যাপের মাধ্যমে প্রভিডেন্ট অ্যাপ (PF), ডিজিলকার (DigiLocker), এনপিএস (NPS), এলপিজি সিলিন্ডার বুকিং, প্যান কার্ড, ইউটিলিটি বিল ইত্যাদির সঙ্গে যুক্ত একাধিক পরিষেবা সহজেই পেয়ে যাবেন ৷ UMANG APP এর মাধ্যমে আপনি একই জায়গায় ২১৪৯৯ ধরনের সরকারি ও ইউটিলিটি পরিষেবা ব্যবহার করতে পারবেন ৷ এই অ্যাপ অ্যান্ড্রয়েড, আইওএস ও সমস্ত ওয়েব ব্রাউজার প্ল্যাটফর্মে পাওয়া যায় ৷ MeitY এবং NeGD-র তরফে অ্যাপটি তৈরি করা হয়েছে ৷
advertisement

কীভাবে ডাউনলোড করবেন অ্যাপটি?

অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীরা গুগল প্লে স্টো ও আইফোনের ব্যবহারকারীরা অ্যাপেল স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন ৷ ব্যবহারকারীরা 9718397183 নম্বরে মিসড কল দিয়েও অ্যাপটির লিঙ্ক পেয়ে যেতে পারবেন ৷ এছাড়া https://web.umang.gov.in অ্যাপ ডাউনলোড করার জন্য রিডায়রেক্ট করে থাকে ৷

এই অ্যাপ ডাউনলোড করার পর আলাদা আলাদা পরিষেবা ব্যবহার করতে পারবেন ৷ আলাদা আলাদা অ্যাপ ডাউনলোড করেত হবে না ৷ এই অ্যাপের সাহায্যে প্রভিডেন্ট ফান্ড, ডিজিলকার, এনপিএস, গ্যাস সিলিন্ডারের বুকিং, প্যান কার্ড, ইউটিলিটি বিলের সঙ্গে যুক্ত একাধিক পরিষেবা সহজেই পেয়ে যাবেন ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই অ্যাপের মাধ্যমে আপনি ভারত, ইন্ডেন, এইচপি-সহ সমস্ত সংস্থার গ্যাস সিলিন্ডার বুকিং করতে পারবেন ৷ পিএফ অ্যাকাউন্ট হোল্ডাররা এই অ্যাপের মাধ্যমে তাদের কাজ কয়েক সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন ৷ বর্তমান সময়ে উমং অ্যাপের পিএফ-র সঙ্গে যুক্ত ১০ ধরনের পরিষেবা পাওয়া যায় ৷ সহজেই পিএফ ব্যালেন্স চেক করতে পারবেন ৷ পাশাপাশি ১০সি ফর্ম, পাসবুক, ক্লেম, ট্র্যাক ক্লেম, ইউএএন অ্যাক্টিভেশন কাজ করা সম্ভব ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PF থেকে LPG সিলিন্ডার বুকিং! সমস্ত বড় কাজ সহজেই করতে পারবেন এই অ্যাপের মাধ্যমে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল