আরও পড়ুন: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগেও কোটি টাকা আয় করা যায়, জেনে নিন ৫ বড় সুবিধা!
ইনস্ট্যান্ট প্যান কার্ডের জন্য আধার কার্ডের ১২ অঙ্কের নম্বরের প্রয়োজন হয়। পিডিএফ ফরম্যাটে এই প্যান কার্ড জারি করা হয় যা আসল কার্ডের মতোই গ্রহণযোগ্য। আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরের মাধ্যমে বা UIDAI ভেরিফাইড ই-মেইল আইডির মাধ্যমে আবেদনকারী ইনস্ট্যান্ট প্যান কার্ড ডাউনলোড করতে পারেন।
advertisement
আরও পড়ুন: ভুলে যান চাকরির কথা বাম্পার ব্যবসায় ব্যাপক লাভ! হয়ে যেতে পারেন মালামালও?
স্টেপ ১. অনালাইনে প্যান কার্ডের জন্য আবেদন করার জন্য আয়কর বিভাগের ই -ফিলিং ওয়েবসাইটে (www.incometaxindiaefiling.gov.in) যেতে হবে।
স্টেপ ২. এর পর ওয়েবসাইট থেকে ‘Instant PAN through Aadhaar’ অপশনটি বেছে নিতে হবে।
স্টেপ ৩. ‘Get New PAN’ অপশনে ক্লিক করতে হবে।
স্টেপ ৪. একটি নতুন পেজ আসবে যেখানে একটি ফর্ম আসবে। এই ফর্মে নির্ধারিত শূন্যস্থানে আধার কার্ড নম্বর প্রদান করে ক্যাপচা (Captcha) ভেরিফাই করতে হবে।
স্টেপ ৫. আবেদনকারীর আধার কার্ডের সঙ্গে যুক্ত রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP পাঠানো হবে। নির্দিষ্ট স্থানে এই ওটিপি প্রদান করতে হবে।
আরও পড়ুন: বিনিয়োগে বিরাট লাভ! আড়াই হাজার শতাংশ রিটার্ন, মাত্র ১ বছরে এক লক্ষ হয়েছে ২৫ লক্ষ টাকা
স্টেপ ৬. সাবমিট অপশনে ক্লিক করে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। এর পর একটি অ্যাকনলেজমেন্ট নম্বর (Acknowledgment Number) তৈরি হবে। আবেদনকারীকে ভবিষ্যতের প্রয়োজনীয়তার জন্য এই নম্বর সেভ করে রাখতে হবে।
স্টেপ ৭. আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আবেদনকারীর মোবাইল নম্বরে ও ই-মেইল আইডিতে একটি বার্তা পাঠিয়ে এই বিষয়ে জানানো হবে। মেসেজেও Acknowledgment Number পাঠানো হবে। উল্লেখ্য, ই-মেইল আইডি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে ভারতীয় আয়কর বিভাগ আবেদনকারীর নামে প্যান কার্ড জারি করবে। এই কার্ডের অনলাইন সংস্করণ এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে এবং আসল কার্ড ফর্মে উল্লেখ করা ঠিকানায় পাঠানো হবে।