এলআইসি কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, পলিসিহোল্ডারদের জন্য ২.২১ কোটি এবং কর্মীদেরজন্য ১.৫৮ কোটি শেয়ার সংরক্ষিত রাখা হচ্ছে। উল্লেখ্য, খুচরো বিনিয়োগকারী এবং এলআইসি কর্মীরা শেয়ার পিছু ৪৫ টাকা এবং পলিসিহোল্ডাররা শেয়ার পিছু ৬০ টাকা ছাড় পাবেন।
এলআইসি আইপিও-র প্রাইস ব্যান্ড শেয়ার প্রতি ৯০২ টাকা থেকে ৯৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থার ২২,১৩,৭৪,৯২০টি শেয়ার বাজারে ছাড়া হয়েছে। তা থেকে ২১,০০০ কোটি টাকা তোলার পরিকল্পনা করছে কেন্দ্র।
advertisement
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার কাছে জমা দেওয়া এলআইসির চূড়ান্ত নথি অনুযায়ী, যাঁরা দর হেঁকেছেন, তাঁদের ডিম্যাট অ্যাকাউন্টে শেয়ার বণ্টনের প্রক্রিয়া ১৬ মে'র মধ্যে সম্পন্ন হবে। তারপরই স্টক এক্সচেঞ্জে এলআইসির ইক্যুইটি শেয়ারের কেনাবেচা শুরু হবে এবং '১৭ মে বা তার আশেপাশে' এলআইসিকে তালিকাভুক্ত করা হবে বলে জানানো হয়েছে। সেবির ছাড়পত্র পাওয়া রেড হেরিং প্রসপেক্টাসে জানানো হয়েছে, ন্যূনতম ১৫ টি ইক্যুইটি শেয়ারের জন্য দর হাঁকতে হবে। তারপর ১৫-র গুণিতকে দর হাঁকা যাবে।
পলিসিহোল্ডাররা কীভাবে আইপিও-র জন্য আবেদন করবেন:
যে সব পলিসিহোল্ডাররা তাঁদের প্যান কার্ড ডিম্যাট অ্যাকাউন্ট-সহ এলআইসি পলিসির সঙ্গে লিঙ্ক করিয়েছে তাঁরা আইপিও-র জন্য আবেদন করতে পারবেন।
ব্যাঙ্কের মাধ্যমে আবেদন করতে চাইলে:
প্রথম ধাপ, নেট ব্যাঙ্কিং অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। দ্বিতীয় ধাপ, ইনভেস্টমেন্ট মেনুতে গিয়ে আইপিও অথবা ই-আইপিওতে ক্লিক করতে হবে। তৃতীয় ধাপ, প্রয়োজনীয় বিবরণ দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। চতুর্থ ধাপ, এলআইসি আইপিওতে ক্লিক করে শেয়ারের সংখ্যা এবং বিড মূল্য লিখতে হবে। পঞ্চম ধাপ, এবার ‘সাবমিট’ অথবা ‘অ্যাপ্লাই নাউ’ অপশনে ক্লিক করতে হবে। আবেদন করার পর বিড হওয়া পর্যন্ত এটা ব্লক করা থাকবে। বিড গৃহীত হলে বিনিয়োগকারীর অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে।
ডিম্যাট অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন করতে চাইলে:
প্রথম ধাপ, প্রথমে ডিম্যাট অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। দ্বিতীয় ধাপ, মেনু থেকে আইপিও বিভাগে ক্লিক করতে হবে। তৃতীয় ধাপ, পলিসিহোল্ডারদের ক্যাটাগরিতে প্রবেশ করতে হবে। সেখানে যাবতীয় তথ্য এবং বিড মূল্য দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। চতুর্থ ধাপ, মেনু থেকে ‘অ্যাপ্লাই নাউ’ বাটনে ক্লিক করতে হবে। তারপর ডিসকাউন্ট রেটে এলআইসি-র শেয়ার কিনতে ইউপিআই বা অন্য কোনও অনলাইন পেমেন্ট পদ্ধতি ব্যবহার করে টাকা মেটাতে হবে।