কালচিনি ব্লকের প্রত্যন্ত গ্রাম পানিঝোরা। যদিও বইগ্রামের সুবাদে এই গ্রামের সঙ্গে পরিচিতি বেড়েছে পর্যটকদের। বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলেঘেরা এই গ্রামটির মহিলারা চাইছেন স্বনির্ভর হতে।ইতিমধ্যে এই গ্রামের মহিলাদের অনেকেই কাঠের মূর্তি তৈরির কাজের সঙ্গে নিজেদের যুক্ত করেছেন। যারা কাঠের কাজ করছেন না তারা মোমবাতি তৈরির কাজ শুরু করেছেন।চার মাস ধরে তারা মোমবাতি তৈরি করছেন বলে জানা যায়।মোমবাতির ব্যবসা তারা শুরু করেছেন।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
এই মহিলারা নিজেরাই বাড়ি বাড়ি পৌঁছে বিক্রি করেন মোমবাতি।এই মোমবাতি তৈরির ব্যবসা শুরু করার জন্য তারা যোগাযোগ করেছিলেন বি ডি ও অফিসে। সেখান থেকেই লোনের ব্যবস্থা হয়। এরপর মোমবাতি তৈরির কাঁচামাল সংগ্রহ, ডাইস কিনে কাজ শুরু করেন তারা।ছোট মোমবাতি ১০ টাকা প্যাকেট, মাঝারি মোমবাতি ৩০ টাকা ও বড় মোমবাতি ৫০ টাকা প্যাকেট বিক্রি করছেন তারা।
মোমবাতি তৈরির কাজের সঙ্গে যুক্ত মহিলা উমা ঘোষ পাল জানান,”বাড়িতে বসে থাকার চেয়ে ফাঁকা সময়ে কিছু করা ভাল। তার জন্য শুরু করেছি মোমবাতি তৈরির কাজ। আমরা যখন যেভাবে সময় দিতে পারি, তখন কাজ করি। “
Annanya Dey





