বেশ কিছু ব্লকবাস্টার দিয়ে সাজানো হইচইয়ের পসরা। তার মধ্যে রয়েছে দ্বিতীয় পুরুষ, লাভ আজকাল পরশু, নগরকীর্তন, কন্ঠ, ভিঞ্চিদা, শাহজাহান রিজেন্সির মতো ছবি। করয়েছে স্বর্ণযুগের সেরা ছবির ভাণ্ডার। এবার এই গোটা বিষয়টি হাতে আসছে হইচইয়ের।
এছাড়া সম্প্রতি হইচই তাদের পরিষেবায় নতুন করে ফার্স্ট ডে ফার্স্ট শো নামক একটি সেগমেন্ট এনেছে। যেখানে থিয়েটারে রিলিজ হওয়া ছবি নয়, আনকোরা ছবিই মুক্তি পাবে। ১৪ অগাস্ট রবীন্দ্রনাথের 'ডিটেক্টিভ' গল্পটি অবলম্বনে একটি ছবি মুক্তি পেয়েছে সেখানে. এই ছবিটিও দেখার সুযোগ পাচ্ছেন জিও ফাইবারের গ্রাহকরা।
advertisement
সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা বিষ্ণু মোহতা এদিন এ প্রসঙ্গে বলেন," আমাদের গাঁটছড়ার ফলে জিও ফাইবার গ্রাহকরা হইচইয়ের সমস্ত কনটেন্ট দেখতে পারবেন। এছাড়া বেশ কিছু কন্টেন্ট পাবেন জিওটিভি অ্যাপের গ্রাহকরা। আশা করছি, এর ফলে সিনেমার দর্শক আরও বাড়বে।আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারব আমরা। "