TRENDING:

High Interest Rate: সিনিয়র সিটিজেনদের ফিক্সড ডিপোজিটে বেশি সুদ, সুযোগ মিস করবেন না

Last Updated:

High Interest Rate: ৫ বছর মেয়াদের বেশি ফিক্সড ডিপোজিটেই এই সুদের হার পাওয়া যাবে। প্রবীণ নাগরিকদের এফডি-তে মিলছে অতিরিক্ত সুদ, তাড়াতাড়ি করুন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গোল্ডেন ইয়ার্স এফডি (FD) স্কিম চালু করেছিল আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank)। চলতি বছরের ৮ এপ্রিল এর সুবিধা পাওয়ার শেষ দিন। এই তারিখ পর্যন্ত ২ কোটি টাকার কম ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকদের অতিরিক্ত সুদের হার  (High Interest Rate) প্রদানের ঘোষণা করে আইসিআইসিআই ব্যাঙ্ক। তবে ৫ বছর মেয়াদের বেশি ফিক্সড ডিপোজিটেই এই সুদের হার (High Interest Rate) পাওয়া যাবে।
 ICICI Bank giving additional interest rate on fd to senior citizens- Photo- Representative
ICICI Bank giving additional interest rate on fd to senior citizens- Photo- Representative
advertisement

চলতি বছরের ২০ জানুয়ারি থেকে অতিরিক্ত সুদের হারের এই গোল্ডেন ইয়ার্স এফডি স্কিম চালু করে আইসিআইসিআই। ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়, প্রবীণ নাগরিকরা ফিক্সড ডিপোজিটে অতিরিক্ত ০.৫০ বেসিস পয়েন্ট সুদ পান। এর সঙ্গেই ০.২৫ শতাংশ অতিরিক্ত সুদ দেওয়া হবে। এর ফলে আইসিআইসিআই ব্যাঙ্কের এফডি-তে প্রবীণ নাগরিকদের সুদের হার দাঁড়াল ০.৭৫ শতাংশ।

advertisement

আরও পড়ুন - Weather Update: দেশের একাধিক অংশে লু-র অ্যালার্ট জারি, পশ্চিমবঙ্গে চোখ রাঙাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী

ব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে, নতুন ফিক্সড ডিপোজিটের পাশাপাশি যে সব গ্রাহক তাঁদের পুরনো এফডি পুনর্নবীকরণ করেছেন, তাঁরাও এই স্কিমের সুবিধা পাবেন। এই স্কিমটি সেই সব এফডি-র ক্ষেত্রে প্রযোজ্য যেগুলি ২০ জানুয়ারি ২০২২ ৮ এপ্রিল ২০২২-এর মধ্যে খোলা বা পুনর্নবীকরণ করা হয়েছে। পাশাপাশি ৫ বছর ১ দিন থেকে ১০ বছর মেয়াদে যে সব এফডি খোলা হয়েছে এবং জমা টাকার পরিমাণ ২ কোটি টাকার নীচে সেই সব এফডি-তেই এই সুবিধা পাবে বলে জানানো হয়েছে।

advertisement

উল্লেখ্য, আইসিআইসিআই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকরা ৬.৩৫ শতাংশ সুদ পান। যা অন্যান্য ব্যাঙ্কের দেওয়া ৫.৬০ শতাংশ হারের চেয়ে ইতিমধ্যেই বেশি। গোল্ডেন ইয়ার্স এফডি স্কিমে এর সঙ্গে আরও ০.২৫ শতাংশ বেশি সুদ দেওয়া হচ্ছে।

আরও পড়ুন - IPL 2022: পাড়ার মোড়ে বাবার ছোট্ট সেলুন, পাঁচ ভাইবোনের সংসারে বড় ভাই, চেনেন কি এই গেমচেঞ্জারকে

advertisement

আইসিআইসিআই ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে এও জানানো হয়েছে, গোল্ডেন ইয়ার্স এফডি স্কিমে খোলা কোনও ফিক্সড ডিপোজিট যদি ন্যূনতম ৫ বছর ১ দিন সময়ের আগেই তুলে নেওয়া হয় তাহলে ১.২৫ শতাংশ জরিমানা দিতে হবে। পাশাপাশি মেয়াদের আগে এফডি ভাঙালে যে সব চার্জ দিতে হয় সেগুলিও প্রযোজ্য হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

এই স্কিম সম্পর্কে আইসিআইসিআই ব্যাঙ্কের লায়াবিলিটিস গ্রুপের প্রধান প্রণব মিশ্র বলেন, ‘বর্তমানে সুদের হার ক্রমশ কমছে। তার মধ্যেও সমাজের সিনিয়র সিটিজেনদের জন্য উচ্চ হারে সুদের স্কিম নিয়ে এসেছি আমরা। এই স্কিম আসলে ব্যাঙ্কের তরফে প্রবীণ নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শন। আমাদের বিশ্বাস, এই স্কিমে দীর্ঘমেয়াদী আমানতের উপর একটি ভালো পেনশন সুবিধা দেবে। যার ফলে তাঁরা আরও বেশি সুযোগ সুবিধা পাবেন’।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
High Interest Rate: সিনিয়র সিটিজেনদের ফিক্সড ডিপোজিটে বেশি সুদ, সুযোগ মিস করবেন না
Open in App
হোম
খবর
ফটো
লোকাল