চলতি বছরের ২০ জানুয়ারি থেকে অতিরিক্ত সুদের হারের এই গোল্ডেন ইয়ার্স এফডি স্কিম চালু করে আইসিআইসিআই। ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়, প্রবীণ নাগরিকরা ফিক্সড ডিপোজিটে অতিরিক্ত ০.৫০ বেসিস পয়েন্ট সুদ পান। এর সঙ্গেই ০.২৫ শতাংশ অতিরিক্ত সুদ দেওয়া হবে। এর ফলে আইসিআইসিআই ব্যাঙ্কের এফডি-তে প্রবীণ নাগরিকদের সুদের হার দাঁড়াল ০.৭৫ শতাংশ।
advertisement
আরও পড়ুন - Weather Update: দেশের একাধিক অংশে লু-র অ্যালার্ট জারি, পশ্চিমবঙ্গে চোখ রাঙাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখী
ব্যাঙ্কের তরফে আরও জানানো হয়েছে, নতুন ফিক্সড ডিপোজিটের পাশাপাশি যে সব গ্রাহক তাঁদের পুরনো এফডি পুনর্নবীকরণ করেছেন, তাঁরাও এই স্কিমের সুবিধা পাবেন। এই স্কিমটি সেই সব এফডি-র ক্ষেত্রে প্রযোজ্য যেগুলি ২০ জানুয়ারি ২০২২ ৮ এপ্রিল ২০২২-এর মধ্যে খোলা বা পুনর্নবীকরণ করা হয়েছে। পাশাপাশি ৫ বছর ১ দিন থেকে ১০ বছর মেয়াদে যে সব এফডি খোলা হয়েছে এবং জমা টাকার পরিমাণ ২ কোটি টাকার নীচে সেই সব এফডি-তেই এই সুবিধা পাবে বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, আইসিআইসিআই ব্যাঙ্কের ফিক্সড ডিপোজিটে প্রবীণ নাগরিকরা ৬.৩৫ শতাংশ সুদ পান। যা অন্যান্য ব্যাঙ্কের দেওয়া ৫.৬০ শতাংশ হারের চেয়ে ইতিমধ্যেই বেশি। গোল্ডেন ইয়ার্স এফডি স্কিমে এর সঙ্গে আরও ০.২৫ শতাংশ বেশি সুদ দেওয়া হচ্ছে।
আরও পড়ুন - IPL 2022: পাড়ার মোড়ে বাবার ছোট্ট সেলুন, পাঁচ ভাইবোনের সংসারে বড় ভাই, চেনেন কি এই গেমচেঞ্জারকে
আইসিআইসিআই ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে এও জানানো হয়েছে, গোল্ডেন ইয়ার্স এফডি স্কিমে খোলা কোনও ফিক্সড ডিপোজিট যদি ন্যূনতম ৫ বছর ১ দিন সময়ের আগেই তুলে নেওয়া হয় তাহলে ১.২৫ শতাংশ জরিমানা দিতে হবে। পাশাপাশি মেয়াদের আগে এফডি ভাঙালে যে সব চার্জ দিতে হয় সেগুলিও প্রযোজ্য হবে।
এই স্কিম সম্পর্কে আইসিআইসিআই ব্যাঙ্কের লায়াবিলিটিস গ্রুপের প্রধান প্রণব মিশ্র বলেন, ‘বর্তমানে সুদের হার ক্রমশ কমছে। তার মধ্যেও সমাজের সিনিয়র সিটিজেনদের জন্য উচ্চ হারে সুদের স্কিম নিয়ে এসেছি আমরা। এই স্কিম আসলে ব্যাঙ্কের তরফে প্রবীণ নাগরিকদের প্রতি সম্মান প্রদর্শন। আমাদের বিশ্বাস, এই স্কিমে দীর্ঘমেয়াদী আমানতের উপর একটি ভালো পেনশন সুবিধা দেবে। যার ফলে তাঁরা আরও বেশি সুযোগ সুবিধা পাবেন’।