TRENDING:

গ্রাহকদের জন্য নতুন টপআপ প্ল্যান আনল জিও, ১০ টাকায় পাওয়া যাবে বাড়তি ১ জিবি ডেটা

Last Updated:

৯ অক্টোবরের পর থেকে যেকোনও প্ল্যান রিচার্জ করার সঙ্গে গ্রাহকদের একটি IUC টপ আপ প্ল্যানও কিনতে হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রিলায়েন্স জিও গ্রাহকদের অন্য নেটওয়ার্কে কল করলেই দিতে হবে চার্জ ৷ সেই ক্ষতি পুষিয়ে দিতে জিও সংস্থা গ্রাহকদের জন্য এনেছে নতুন টপ আপ প্ল্যান ৷ শর্ত মেনে যা রিচার্জ করলে প্রতি ১০ টাকা খরচে পাওয়া যাবে অতিরিক্ত ১ জিবি ডেটা ৷
advertisement

রিলায়েন্স জিও থেকে অন্য নেটওয়ার্কে বিনামূল্যে কলিংয়ের দিন শেষ ৷ IUC চার্জ অর্থাৎ ইন্টারকানেক্ট ইউজেস চার্জ বসাচ্ছে জিও ৷ এবার থেকে জিও গ্রাহকরা অন্য নেটওয়ার্কে কল করলে প্রতি মিনিটে ৬ পয়সা হিসেবে চার্জ করবে সংস্থা ৷ ৯ অক্টোবর অর্থাৎ আজ থেকেই চালু হতে চলেছে এই নয়া নিয়ম ৷ এতদিন জিও থেকে বিনামূল্যেই যে কোনও নেটওয়ার্কে কল করা যেত ৷ সমস্ত আউটগোয়িং কলই ছিল ফ্রি ৷

advertisement

অন্য মোবাইল অপারেটদের কল করতে হলে ৯ অক্টোবরের পর থেকে যেকোনও প্ল্যান রিচার্জ করার সঙ্গে গ্রাহকদের একটি IUC টপ আপ প্ল্যানও কিনতে হবে ৷ প্রতিটি IUC টপ আপ প্ল্যানে পাওয়া যাবে এক্সট্রা টক টাইম ৷ এই টপ আপ রিচার্জ করা থাকলে অন্য মোবাইল নেটওয়ার্কে কল করার সময় ওই টপ আপের মাধ্যমে পাওয়া বাড়তি টক টাইম থেকেই ৬ পয়সা প্রতি মিনিট হারে চার্জ কাটা হবে ৷ এই অতিরিক্ত খরচের জন্য গ্রাহকদের ক্ষতি পুষিয়ে দিতে IUC টপ আপ-এর প্রতি ১০ টাকায় মিলবে অতিরিক্ত ১ জিবি ব্রডব্যান্ড ডেটা ৷ অর্থাৎ জিও গ্রাহকেরা কোনও অতিরিক্ত খরচ না করেই পেয়ে যাচ্ছেন আরও বেশি সুবিধা ৷

advertisement

১০ টাকা থেকে ১০০ টাকা পর্যন্ত IUC টপ আপ প্ল্যান লঞ্চ করেছে জিও ৷ ১০ টাকার প্ল্যানে গ্রাহকেরা অন্য নেটওয়ার্কে কল করার জন্য ১২৪ মিনিট টক টাইম পাবেন ৷ ২০ টাকার IUC টপ আপে রয়েছে ২৪৯ মিনিট কলিংয়ের সুবিধা ৷ ৫০ টাকায় পাওয়া যাবে ৬৫৬ মিনিট ও ১০০ টাকার টপ আপে রয়েছে ১৩২৬ মিনিট অন্য মোবাইল অপারেটর গ্রাহককে কল করার সুবিধা ৷ একইসঙ্গে এই বাড়তি খরচের বদলে জিও গ্রাহকদের দিচ্ছে অতিরিক্ত ফ্রি ডেটা ৷ ১০ টাকার টপ আপে পাওয়া যাবে বাড়তি ১ জিবি ডেটা, ২০ টাকায় ২ জিবি, ৫০ টাকায় ৫ জিবি এবং ১০০ টাকায় অতিরিক্ত ১০ জিবি ডেটা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পটাশপুরে ৪ দিনের জমাটি ক্রিকেট টুর্নামেন্ট! ব্যাট-বলের লড়াই দেখতে জনসমুদ্র
আরও দেখুন

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গ্রাহকদের জন্য নতুন টপআপ প্ল্যান আনল জিও, ১০ টাকায় পাওয়া যাবে বাড়তি ১ জিবি ডেটা