তাঁর মতে, সোনার দাম বাড়লে গয়না কেনার একটা উপায় হতে পারে সেই গয়নার কো-ওনারশিপ বা সহ-মালিকানা (Co-Ownership)। নিশীত বলেন, এটা অনেকটা মিউচুয়াল ফান্ড অথবা রিয়াল-এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টের মতো কাজ করে। মানিকন্ট্রোলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন যে, বিভিন্ন অলঙ্কারের কো-ওনারশিপ স্কিমের সুবিধা দিচ্ছে বিভিন্ন অলঙ্কারের দোকান। এর পাশাপাশি কয়েক বছর পর ক্রেতাদের ওই গয়না এক্সচেঞ্জ করারও সুবিধা দেওয়া হয়। সেই সাক্ষাৎকারের কিছু অংশই তুলে ধরা হল।
advertisement
আরও পড়ুন: বাড়তে চলেছে কর্মীদের অবসরের বয়স ? কী জানাল EPFO
সহ-মালিকানার ক্ষেত্রে গ্রাহকদের মধ্যে কি আগ্রহ দেখা যায়?
হ্যাঁ অবশ্যই! যে-সময় থেকে সোনার গয়না বিলাসবহুল হয়ে উঠেছে, তবে থেকেই বেশ কিছু গ্রাহক কো-ওনারশিপ মডেলের বিষয়ে আগ্রহ দেখিয়েছেন। সোনার গয়না কেনা সামর্থ্যের বাইরে হলেও এ-ভাবে অনেকেই সোনার গয়না কিনতে পারবেন। আর এই মডেলের মাধ্যমে এক ধরনের চিন্তাভাবনাকারী সোনার গয়নাপ্রেমীরা একটা কমিউনিটিও তৈরি করতে পারবেন। আমরাও এমন একটি সেগমেন্ট খোলার বিষয়ে চিন্তাভাবনা করছি।
কো-ওনারশিপ মডেলের মাধ্যমে গয়না কিনতে গেলে ন্যূনতম কত টাকা বিনিয়োগ করতে হবে?
আমরা এখনও আমাদের বহুমূল্য গয়নাগুলির ক্ষেত্রে প্রযোজ্য মডেল নিয়ে কাজ করে চলেছি। এর তেমন কোনও উর্ধ্বসীমা স্থির করিনি। তবে একটা বিভাগের প্রত্যেক ক্রেতাকে কমপক্ষে ৫ লক্ষ টাকা খরচ করতেই হবে। আর এটাই ন্যূনতম বিনিয়োগ হতে পারে।
আরও পড়ুন: SBI-এর বাম্পার ক্যাশব্যাক ক্রেডিট কার্ডে ৬ হাজার টাকা রোজগারের সুবর্ণ সুযোগ
নির্দিষ্ট একটি গয়নার সহ-মালিকানা কত জন পেতে পারেন?
আসলে বহুমূল্য সোনার গয়নাগুলি রাখা হয় মূলত বিনিয়োগের উদ্দেশ্যেই। এগুলি সে-ভাবে ব্যবহার করা হয় না। তাই বহুমূল্য গয়নায় পুরো বিনিয়োগ না-করে একটা শেয়ার কিনে রাখা যেতে পারে। আর প্রতি বিভাগে মোট ৩ জন একসঙ্গে নিজেদের টাকা মিলিয়ে একটি গয়না কেনার অনুমতি পাবেন। আর ওই গয়না ব্যবহার করতে হলে মাঝেমাঝে তিন ক্রেতার মধ্যে হাতবদল হতে পারে। কোনও ক্রেতা যদি নিজের শেয়ার ছাড়তে চান, তাঁর জন্যও বাইব্যাক অপশন রাখা হবে।
যাঁদের হাতে সহ-মালিকানা থাকছে, তাঁরা কি ওই গয়নাটা সারা জীবনের জন্য ধরে রাখতে পারেন? না কি এই স্কিমের জন্য নির্দিষ্ট সময়সীমা থাকবে?
এই মুহূর্তে আমরা বিভিন্ন বিকল্পের কথা ভাবছি। ১২ মাসের স্কিমটাই ধরা যাক। এ-ক্ষেত্রে প্রত্যেক ক্রেতা কিছু সপ্তাহের জন্য ওই গয়নাটি নিজের কাছে রাখার সুযোগ পাবেন। ১২ মাস পূর্ণ হলে তা ফিরিয়ে দিয়ে তাঁরা কিছু অর্থ ফেরত পাবেন। আর যাতে এই বিভাগে ঝামেলা না-হয়, তার জন্য সহ-মালিক হিসেবে বন্ধুবান্ধব বা আত্মীয়দেরই বাছা উচিত।
একটি গয়নার তিন মালিক থাকলে তো আরও চ্যালেঞ্জ আসবেই!
এটা একদমই সত্যি। কেবলমাত্র নিজেই গয়নার মালিক হলে সমস্যাই নেই। কিন্তু সহ-মালিকানার ক্ষেত্রে সমস্যাটা বাড়ে। চুক্তিপত্রে বিষয়টা সহজ হলেও বাস্তবে নয়। ধরা যাক, বিয়ের মরশুমের কথাই। তিন মালিকের একই দিনে বিয়েবাড়ি পড়লে তখন সেটা কে নেবেন, তা নিয়ে সমস্যা হতে পারে। এ-ছাড়াও স্কিমটি আনার ক্ষেত্রে আরও কিছু সমস্যা দেখেছি এবং তা সমাধান করারও চেষ্টা করছি।
গয়নার সহ-মালিকানার ক্ষেত্রে কি কোনও নিয়মের জন্য অপেক্ষা করছেন?
কো-ওনারশিপ হল এক-এক জনের মধ্যে কনট্রাকচুয়াল এগ্রিমেন্ট। আমাদের লিগাল টিমের সঙ্গে কথা হচ্ছে। যাতে এই স্কিমের ক্ষেত্রে ঝামেলা না-হয়, তা নিশ্চিত করারই চেষ্টা করছি।