সংবাদমাধ্যম সিএনএন-টিভি১৮-কে তিনি বলেন, আগামী ২-৩ বছরের মধ্যে কোম্পানিটির আইপিও আনা হতে পারে। কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেগুলি সম্পূর্ণ করার পরই শেয়ার বাজারে নাম নথিভুক্ত করা হবে। তিনি আরও জানান, ভবিষ্যতে কোম্পানিটি FMCG সেক্টরে উন্নতির পাশাপাশি ফুড আউটলেট খোলার ওপর আরও জোর দেওয়া হবে।
৮০ বছর আগে একটি দোকান থেকে শুরু হয় হলদিরামের যাত্রা
advertisement
ভুজিয়া এবং ভারতীয় স্ন্যাকসের জন্য বিখ্যাত ব্র্যান্ড হলদিরাম একটি ৮০ বছর পুরনো কোম্পানি। রাজস্থানের বিকানের শহরের একটি ছোট দোকান থেকে যাত্রা শুরু হয় হলদিরামের। সেখান থেকে বিশ্বের সবচেয়ে বিখ্যাত ভুজিয়া এবং ভারতীয় স্ন্যাকস প্রস্তুতকারক কোম্পানিতে পরিণত হয়। ৮০ বছরের এই যাত্রায় হলদিরাম একটি ছোট দোকান থেকে আজ বিলিয়ন-ডলার কোম্পানি হিসেবে নিজের নাম তৈরি করে।
আরও পড়ুন: প্রতি মাসে মাত্র ১,০০০ টাকা সঞ্চয়ই গড়ে দেবে ২ কোটি টাকার মেগা ফান্ড
কোম্পানি পরিবারের উত্তরাধিকার সুত্রেই চলছে। বর্তমানে তৃতীয় প্রজন্ম এই কোম্পানিকে পরিচালনা করছেন। তিন ভাই - শিব কিষণ আগরওয়াল, মনোহর লাল এবং মধুসূদন আগরওয়াল - হলদিরামের গুরু দায়িত্ব সামলাচ্ছেন।
দিল্লি ও নাগপুরের আদলে ব্যবসা বৃদ্ধি করার পরিকল্পনা
হলদিরামের চেয়ারম্যান জানিয়েছেন যে দিল্লি এবং নাগপুরের আদলে ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা বৃদ্ধি করার পরিকল্পনা করা হচ্ছে। হলদিরামের নিজস্ব আউটলেটে বেশি জোর দেওয়া হবে। দিল্লিতে মোট ৭০টি আউটলেট রয়েছে যেখানে মিষ্টি এবং স্ন্যাকস পাওয়া যায়। এই আউটলেটগুলিতে বসে ব্রেকফাস্ট করার সুবিধাও রয়েছে। একইভাবে নাগপুরেও কোম্পানিটি তাদের ভালো ব্যবসা করছে।
আরও পড়ুন: ট্রেনের ধাক্কায় পশু মৃত্যুতে কোটি কোটি টাকার লোকসান হচ্ছে রেলের ! কিন্তু কেন ?
হলদিরাম দেশের বিভিন্ন বড় বড় শহরে আউটলেট খুলবে যেখানে গ্রাহকরা বসে খাবার খেতে পারবেন। পরিধি বৃদ্ধিই বর্তমানে কোম্পানির মূল লক্ষ্য বলে জানা গিয়েছে।