সূত্রের খবর, জিএসটি প্যানেল ৫ শতাংশ স্ল্যাব ১ শতাংশ বাড়িয়ে ৬ শতাংশ করতে চাইছে ৷ Business Standard সম্প্রতি এই বিষয়ে একটি রিপোর্ট প্রকাশ করেছে ৷
এই বদলের জেরে রাজস্ব আদায় প্রত্যেক মাসে ১০০০ কোটি টাকা বেড়ে যাবে ৷ রিপোর্টে বলা হয়েছে, জিএসটি প্যানেল এই মাসেই রাজ্য ও জিএসটি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবে ৷
advertisement
সূত্রের খবর, কয়েক মাস থেকেই জিএসটি কাউন্সিল অতিরিক্ত রাজস্ব আদায়ের জন্য একাধিক দৈনন্দিন ব্যবহার্য জিনিসের জিএসটি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
জিএসটি কালেকশনের ৫ শতাংশ আসে ৫ শতাংশ স্ল্যাব থেকে, ১৮ শতাংশের স্ল্যাব থেকে আসে ৬০ শতাংশ রাজস্ব, ১৩ শতাংশ আসে ১২ শতাংশ স্ল্যাব থেকে ও ২২ শতাংশ আসে ২৮ শতাংশ স্ল্যাব থেকে ৷
অটো সেক্টরকে এই মুহূর্তে জিএসটি কাঠামোর পুনর্নির্মানের মধ্যে আনা হবে না ৷ তবে সিগারেট ও অ্যারেটেড ড্রিঙ্কসের উপর Compensation Cess বৃদ্ধি করা হতে পারে ৷