ক্যাবিনেট ৭টি CPSEs বিলগ্নিকরণের সিদ্ধান্তে সম্মতি জানিয়েছে ৷ পাশাপাশি SCI তে ৬৩.৭৫% ও কন্টেনর কর্পোরেশনে ৩০.৮ শতাংশ অংশিদারিত্ব কমানোর প্রস্তাবে রাজি হয়েছে ৷ NEEPCO ১০০ শতাংশ অংশিদারিত্ব NTPC কে দেওয়া হবে ৷ THDCIL এর ম্যানেজমেন্ট কন্ট্রোল NTPC কে দেওয়া হবে ৷
বর্তমানে BPCL-এ সরকারের ৫৩.২৯ শতাংশ অংশিদারিত্ব আছে। নিজেদের সমস্ত অংশিদারিত্ব বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিন নির্মলা সীতারমন জানিয়েছেন THDCIL এর কেন্দ্র সরকারের অংশ NTPC-র কাছে বিক্রি করতে দিতে চলেছে সরকার।
advertisement
আর্থিক ঘাটতি সামলাতে বিলগ্নিকরণে জোর দিয়েছে নরেন্দ্র মোদি সরকার। BPCL এবং শিপিং কর্পোরেশন এবং Concor-এর শেয়ার বিক্রির মাধ্যমে মোট ₹৬৬,৩৮৮ কোটি টাকা সংগ্রহ করতে পারে কেন্দ্র।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 21, 2019 10:14 AM IST