সরকারের তরফে জানানো হয়েছে যে, দেশের কর্মক্ষেত্রকে নতুনভাবে উজ্জীবিত করতেই এই সিদ্ধান্ত। নতুন নির্দেশ অনুযায়ী, সমস্ত কেন্দ্রীয় মন্ত্রালয় ও বিভাগকে একটি রেজিস্টার তৈরি করতে হবে সেই সমস্ত কর্মীদের যাঁদের বয়স ৫০ থেকে ৫৫ বছরের বেশি ৷ তাঁদের চাকরি ৩০ বছরের বেশি হয়ে গিয়েছে তাদের কাজের সমীক্ষা সময় সময়ে করা হবে ৷ সমীক্ষায় কোনও কর্মীর পারফরম্যান্স ভালো না থাকলে তাদের চাকরি থেকে ছাঁটাই করা যেতে পারে ৷
advertisement
৩০ বছরের বেশি সরকারি চাকরি করছেন এমন কর্মীদের কারুর বিরুদ্ধে অযোগ্য কিংবা দুর্নীতির অভিযোগ থাকলে তাদেরকে চিহ্নিত করে পাঠানো হবে আগাম অবসরে। দেশের স্বার্থেই কেন্দ্রের এই সিদ্ধান্ত বলে জানানো হয়েছে ।
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 02, 2020 9:19 PM IST