TRENDING:

এক ধাক্কায় কমল স্বল্প সঞ্চয়ে সুদের হার! FD, PPF থেকে NSC, কোপ সবেতেই

Last Updated:

এই প্রথমবার সেভিংস ডিপোজিটে বার্ষিক সুদের হার ৪ শতাংশ থেকে কমে ৩.৫ শতাংশ করা হয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: আমজনতার জন্য ফের ধাক্কা৷ স্বল্প সঞ্চয়ের উপর সুদের হার আরও কমিয়ে দিল সরকার৷ ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে এনএসসি (NSC) এবং পিপিএফ (PPF)-এর মতো স্বল্প সঞ্চয় প্রকল্পগুলিতে সুদের হার ১.১ শতাংশ পর্যন্ত কমানো হল৷ ব্যাঙ্কের সুদের হার কমতে থাকাতেই পাল্লা দিয়ে স্বল্প সঞ্চয়েও সুদের হার কমানো হল৷
advertisement

সরকারের বিজ্ঞপ্তি অনুযায়ী, পিপিএফ-এ সুদের হার ০.৭ শতাংশ কমিয়ে ৬.৪ শতাংশ করা হয়েছে৷ অন্যদিকে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা NSC-তে সুদের হার ০.৯ শতাংশ কমিয়ে ৫.৯ শতাংশ করা হয়েছে৷ স্বল্প সঞ্চয়ে সুদের হার প্রতি তিন মাস অন্তর ঘোষণা করা হয়৷ এ দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রকের তরফে বিবৃতি জারি করে ১ এপ্রিল থেকে আগামী ৩০ জুন পর্যন্ত সংশোধিত সুদের হার ঘোষণা করা হয়েছে৷

advertisement

প্রবীণদের জন্যও ধাক্কা দিয়েছে কেন্দ্রীয় সরকার৷ পাঁচ বছরের মেয়াদের সিনিয়র সিটিজেনস সেভিংস স্কিম (Senior Citizens Savings Scheme)-এ সুদের হার এক ধাক্কায় ০.৯ শতাংশ কমিয়ে ৬.৫ শতাংশ করা হয়েছে৷ এই সঞ্চয়ের প্রকল্পে তিন মাস অন্তর সুদ পাওয়া যায়৷

এ ছাড়াও এই প্রথমবার সেভিংস ডিপোজিটে বার্ষিক সুদের হার ৪ শতাংশ থেকে কমে ৩.৫ শতাংশ করা হয়েছে৷

advertisement

সুদের হার সর্বোচ্চ ১.১ শতাংশ কমানো হয়েছে এক বছরের টার্ম ডিপোজিটে৷ বর্তমানে ৫.৫ শতাংশ থেকে তা কমিয়ে করা হয়েছে ৪.৪ শতাংশ৷ একই ভাবে, দু' বছরের মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার ০.৫ শতাংশ কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে৷ ৩ বছরের মেয়াদি আমানতে সুদের হার ০.৪ শতাংশ কমিয়ে ৫.১ শতাংশ করা হয়েছে৷ আর ৫ বছরের মেয়াদি আমানতে সুদের হার ৬.৭ শতাংশ থেকে কমিয়ে ৫.৮ শতাংশ করা হয়েছে৷ ৫ বছরের রেকারিং ডিপোজিটে সুদের হার ০.৫ শতাংশ কমিয়ে ৫.৩ শতাংশ করা হয়েছে৷

advertisement

কন্যাসন্তানদের জন্য সুকন্যা সমৃদ্ধি স্কিমেও এক ধাক্কায় কমেছে সুদের হার৷ ৭.৬ শতাংশ থেকে তা একধাক্কায় কমে হয়েছে ৬.৯ শতাংশ৷ আবার কিসান বিকাশ পত্রে বার্ষিক সুদের হার কমে হল ৬.২ শতাংশ৷ কিসান বিকাশ পত্রের মেয়াদও ১২৪ মাস থেকে বাড়িয়ে ১৩৮ মাস করা হয়েছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

২০১৬ সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রক ঘোষণা করেছিল, সরকারি বন্ডের থেকে যা আয় হবে তার উপর নির্ভর করবে স্বল্প সঞ্চয়ে ত্রৈমাসিক সুদের হার৷ রিজার্ভ ব্যাঙ্ক অবশ্য মুদ্রাস্ফীতির চড়া হারের কারণে টানা চার বার সুদের হার চার শতাংশেই অপরিবর্তিত রেখেছে৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এক ধাক্কায় কমল স্বল্প সঞ্চয়ে সুদের হার! FD, PPF থেকে NSC, কোপ সবেতেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল