TRENDING:

এবার আয়কর জমাতেও বাধ্যতামূলক আধার

Last Updated:

এবার আয়কর দাখিলেও বাধ্যতামূলক আধার কার্ড ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে গ্যাসের ভর্তুকি, রেলের টিকিট বুকিংয়েও আধার বাধ্যতামূলক হওয়ার পর এবার আয়কর দাখিলেও বাধ্যতামূলক আধার কার্ড ৷ কেন্দ্রীয় সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ২০১৭-২০১৮ অর্থবর্ষ থেকে আয়কর দাখিলেও বাধ্যতামূলক হল আধার ৷ এদিন বিজ্ঞপ্তি জারি করে এমনই ঘোষণা করল কেন্দ্র ৷
advertisement

পয়লা জুলাই থেকে কার্যকর হতে চলেছে এই নয়া নিয়ম ৷ অর্থাৎ প্যানের সঙ্গে যুক্ত হতে চলেছে আধার ৷ এখন থেকে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার পেতেও দরকার আধার ৷

ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণের কাজ এখন অনেকটাই সম্পূর্ণ ৷ তবে এখনও দেশের বহু মানুষের কাছে আধার কার্ড নেই ৷ অন্যদিকে একের এক প্রকল্প ও নৈত্যনিমিত্তিক সুযোগ সুবিধা পেতে আধার কার্ড বাধ্যতামূলক করছে কেন্দ্র ৷ এবার ইনকাম ট্যাক্স অ্যাক্ট,১৯৬১-এ সংশোধন ঘটিয়ে আধার নম্বরকে এবার আয়কর ফাইলের সঙ্গেও যুক্ত করার পথে এগোল কেন্দ্র ৷

advertisement

সম্প্রতি প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছিল, দেশবাসীদের আয়কর তথ্য আরও সংবদ্ধ করার জন্য আয়কর ফাইলের সঙ্গে আধারকে যুক্ত করতে চায় সরকার ৷

তবে এর আগে বিতর্ক এড়াতে কেন্দ্র জানাচ্ছে, বাধ্যতামূলক নয়, ট্যাক্স জমা করার ক্ষেত্রে আধার কার্ড প্রয়োজনীয় বলা হচ্ছে ৷ কিন্তু নয়া ঘোষণা অনুযায়ী, আধার বাধ্যতামূলকই ৷

সেরা ভিডিও

আরও দেখুন
বাঁকড়ার লেজার কাপড় কাটিং কারখানায় ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা
আরও দেখুন

তবে প্রশ্ন উঠছে, আয়করের জন্য প্যান কার্ড আগে থেকেই প্রয়োজনীয় ছিল, যাকে সরকারি আইডি প্রুফ হিসেবে মান্যতা দেওয়া হয় ৷ তাহলে একই কাজের জন্য দুটি সরকারি আইডি-র প্রয়োজনীয়তা কী? প্রতি ভারতীয় নাগরিককে তাঁর সম্পূর্ণ তথ্য দিয়েই তৈরি করতে হয় প্যান ৷ আর আধারে এই তথ্যগুলির সঙ্গে থাকে প্রত্যেকের বায়োমেট্রিক তথ্যও ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এবার আয়কর জমাতেও বাধ্যতামূলক আধার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল