চাকরিজীবীদের জন্য ইপিএফ-এ হতে পারে বদল - লকডাউনের সময় যাতে মানুষের মানুষের নগদ টাকার সমস্যা না হয় সেই জন্য পিএফ থেকে টাকা তোলার অনুমতি দিয়েছিল কেন্দ্র সরকার ৷ তবে এই ছাড় ৩০ জুন পর্যন্ত দেওয়া হয়েছিল ৷ অ্যাকাউন্ট হোল্ডাররা অ্যাকাউন্টে জমা টাকার ৭৫ শতাংশ বা বেসিক স্যালারি বা ডিএ-র ৩ গুণ টাকা, দুটোর মধ্যে যেটা কম সেটা তুলতে পারবেন বলে জানানো হয়েছিল ৷ কিন্তু ১ জুলাই থেকে এই সুবিধা বন্ধ হয়ে গিয়েছে ৷
advertisement
গরিব কল্যাণ অন্ন যোজনায় মিলতে পার অনুমতি- করোনা সঙ্কটের মধ্যে মোদি সরকার নভেম্বর পর্যন্ত ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার ঘোষণা করেছেন ৷ সম্প্রতি এই বিষয়ে ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী ৷
মার্চে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজের অন্তর্গত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার ঘোষণা করা হয়েছিল ৷ এই যোজনায় গত তিন মাস ধরে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে যা আপাতত নভেম্বর পর্যন্ত দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে ৷