দেখে নিন কোন স্কিমে কত সুদ পাওয়া যাচ্ছে ৷
সরকার ১ বছর, ২ বছর, ৩ বছর, ৫ বছরের জন্য জমা টাকায় সুদের হার বৃদ্ধি করেছে ৷ এছাড়া প্রবীণ নাগরিকদের সেভিংস যোজনা, মাসিক আয় যোজনারও সুদের হার বৃদ্ধি করা হয়েছে ৷ তবে সুকন্যা সমৃদ্ধি যোজনার সুদের হার স্থির রাখা হয়েছে ৷ এই স্কিমের সুদের হার বদল করা হয়নি ৷
advertisement
আরও পড়ুন: Exclusive: কয়লা থেকে গ্যাস তৈরিতে জোর কেন্দ্রে, কীভাবে সম্ভব? জানুন বিশদে
এক বছরের টাইম ডিপোজিটের রেট বাড়িয়ে ৬.৬ শতাংশ করা হয়েছে ৷ ২ বছরের জন্য টাইম ডিপোজিট বাড়িয়ে ৬.৮ শতাংশ করা হয়েছে ৷
আরও পড়ুন: নিরাপদ নেট ব্যাঙ্কিংয়ের ৭টি গুরুত্বপূর্ণ টিপস, এগুলো মেনে চললে প্রতারকরা কিছু করতে পারবে না!
৩ বছরের টাইম ডিপোজিটের হার বাড়িয়ে ৬.৯ শতাংশ করা হয়েছে ৷ ৫ বছরের টাইম ডিপোজিট বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে ৷ সিনিয়র সিটিজেন সেভিংস প্ল্যানে সুদের হার বাড়িয়ে ৮ শতাংশ করা হয়েছে ৷
মান্থলি ইনকাম প্ল্যানে সুদের হার বাড়িয়ে ৭.১ শতাংশ করা হয়েছে ৷ কিষান বিকাশ পত্রের সুদের হার বাড়িয়ে ৭.২ শতাংশ করা হয়েছে ৷ ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের সুদের হার বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে ৷