এই জন্য বাতিল করা হয়েছিল রেশন কার্ড-
রেশন কার্ড ও সুবিধাভোগীদের ডেটাবেসের ডিজিটাইজেশন করানো, সেগুলি আধারের সঙ্গে লিঙ্ক, জাল রেশন কার্ড ধরা এই সমস্ত কিছু জন্য সরকার ২০১৩ থেকে ২০২০ পর্যন্ত দেশে প্রায় ৪.৩৯ কোটি রেশন কার্ড বাতিল করেছে ৷
কেন্দ্র সরকার ইতিমধ্যেই দেশ জুড়ে এক দেশ এক রেশন কার্ড পোর্টাবিলিটি সুবিধা লাগু করে দিয়েছে ৷ এর মধ্যে কেন্দ্রশাসিত অঞ্চলও এর মধ্যে শামিল রয়েছে ৷ এই সুবিধার মাধ্যমে উপভোক্তারা অন্য রাজ্যেও রেশন নিতে পারবেন ৷ এর জন্য নতুন কার্ড তৈরির দরকার নেই ৷
advertisement
আপনার নাম কোনও ভাবে লিস্ট থেকে বাদ পড়লে যে রেশন কার্ডে নিজের নাম যুক্ত করতে চান সেটা, ছবি ও আধার কার্ড নিয়ে নিকটবর্তী সিএসসি সেন্টারে গিয়ে আবেদন জানাতে হবে ৷ আপনার রেশন কার্ডে নতুন সদস্যের নামও যুক্ত করতে পারবেন ৷
রেশন কার্ড পোর্টাবিলিটি অনেকটা মোবাইল নম্বর পোর্টাবিলিটির মতো কাজ করে থাকে ৷ মোবাইল নম্বর পোর্ট করলে আপনার নম্বর বদল হয় না কিন্তু দেশের যে কোনও প্রান্তে এই নম্বর আপনি ব্যবহার করতে পারবেন ৷ একই ভাবে রেশন কার্ড পোর্টাবিলিটিতে রেশন কার্ড বদল করা হয় না ৷ কাজের জন্য অন্য রাজ্যে গেলে সেখানে গিয়েও আপনি রেশন তুলতে পারবেন ৷ এর জন্য নতুন কার্ড করানোর প্রয়োজন পড়বে না ৷ অর্থাৎ আপনার পুরনো কার্ডেই এই সুবিধা পাবেন ৷