TRENDING:

সুখবর! সরকারের নতুন প্ল্যানে এবার সস্তায় মিলবে পেঁয়াজ

Last Updated:

সরকারের এই সিদ্ধান্তে পেঁয়াজের দাম অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সাধারণ মানুষের কথা মাথায় রেখে এবার নতুন প্ল্যান নিয়ে হাজির কেন্দ্র সরকার ৷ বর্তমানে যে ভাবে পেঁয়াজের দাম বেড়েই চলেছে তাতে মাথায় হাত মধ্যবিত্তের ৷ গত কয়েকদিনে হু হু করে ফের একবার বেড়েছে পেঁয়াজের দাম ৷ এর জেরেই এবার আফগানিস্তান থেকে ১ লক্ষ টন পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র ৷ সরকারের এই সিদ্ধান্তে পেঁয়াজের দাম অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে ৷ সরকারের প্ল্যান অনুযায়ী, প্রতিদিন ৪০০০ টন পেঁয়াজ আসবে দেশে ৷
advertisement

CNBC আওয়াজের খবর অনুযায়ী, পেঁয়াজের দাম কম করার জন্য সরকারের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ পাশাপাশি অনুমান করা হচ্ছে আগামী এক মাসের মধ্যে পেঁয়াজের নতুন ফসলও বাজারে চলে আসবে ৷ ফলে দাম অনেকটাই কমতে পারে ৷ বর্তমানে সরকারের কাছে ২৫ হাজার টন পেঁয়াজের বাফার স্টক রয়েছে ৷ এবং নভেম্বরের প্রথম সপ্তাহে তা শেষ হয়ে যেতে পারে ৷ এই মুহূর্তে দেশে পেঁয়াজের দাম প্রায় ৭৫ টাকা প্রতি কিলোগ্রাম ৷ দাম নিয়ন্ত্রণে রাখার দাবি পূরণ করতেই আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
আলোর উৎসবে শক্তির আরাধনা! Kali Puja 2025: আলোর উৎসবে শক্তির আরাধনা!
আরও দেখুন

পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ এর জেরে দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের মতো শহরে দাম প্রায় ১০ টাকা প্রতি কিলো হয়ে গিয়েছিল ৷ আপাতত নতুন ফসল বাজারে আসার আগে দাম নিয়ন্ত্রণে রাখার জন্য আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সুখবর! সরকারের নতুন প্ল্যানে এবার সস্তায় মিলবে পেঁয়াজ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল