CNBC আওয়াজের খবর অনুযায়ী, পেঁয়াজের দাম কম করার জন্য সরকারের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ পাশাপাশি অনুমান করা হচ্ছে আগামী এক মাসের মধ্যে পেঁয়াজের নতুন ফসলও বাজারে চলে আসবে ৷ ফলে দাম অনেকটাই কমতে পারে ৷ বর্তমানে সরকারের কাছে ২৫ হাজার টন পেঁয়াজের বাফার স্টক রয়েছে ৷ এবং নভেম্বরের প্রথম সপ্তাহে তা শেষ হয়ে যেতে পারে ৷ এই মুহূর্তে দেশে পেঁয়াজের দাম প্রায় ৭৫ টাকা প্রতি কিলোগ্রাম ৷ দাম নিয়ন্ত্রণে রাখার দাবি পূরণ করতেই আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
advertisement
পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সরকারের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে ৷ এর জেরে দিল্লি, মুম্বই, চেন্নাইয়ের মতো শহরে দাম প্রায় ১০ টাকা প্রতি কিলো হয়ে গিয়েছিল ৷ আপাতত নতুন ফসল বাজারে আসার আগে দাম নিয়ন্ত্রণে রাখার জন্য আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 28, 2020 1:50 PM IST