সরকারের তরফে জানানো হয়েছে যে আধার ও রেশন কার্ড লিঙ্ক করা জরুরি ৷ এই কারণেই বেশ কিছু কার্ড বাতিল করা হয়েছে ৷ এছাড়া বেশ কিছু জাল কার্ড তৈরি করে সরকারের স্কিমে বিনামূল্যে জিনিস নেওয়া হচ্ছিল বলে অভিযোগ ৷ এই সমস্ত কার্ড বাতিল করে দেওয়া হয়েছে ৷
দেশের প্রায় ৮০ কোটি মানুষের রেশন কার্ড রয়েছে ৷ রেশন কার্ড বাতিল হলে খাদ্য বিভাগে গিয়ে এর বিষয়ে জানতে হবে ৷ সেখানে আপনার আধার ও রেশন কার্ড দেখাতে হবে ৷ আধারের সঙ্গে রেশন কার্ড লিঙ্ক করা হবে ৷ এরপর নতুন রেশন কার্ড তৈরি হবে ৷
advertisement
পয়লা জুন থেকে চালু হচ্ছে নতুন স্কিম ৷ এক রাষ্ট্র এক রেশন যোজনা লাগু করা হবে ৷ এর জেরে পুরনো ও নতুন রেশনকার্ড হোল্ডাররা দেশের যে কোনও জায়গায় যে কোনও রেশন দোকান থেকে রেশন নিতে পারবেন ৷ রামবিলায় পাসওয়ান জানিয়েছেন একে রেশন কার্ড পোর্টেবিলিটি বলা হয় ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2020 11:13 AM IST