TRENDING:

আজ থেকে স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা পেতে চলেছেন এই বিশেষ সুবিধা

Last Updated:

এই নিয়ে লাগাতার ১৩ বার MCLR কমাতে চলেছে এসবিআই ৷ সোমবার ব্যাঙ্কের তরফে জানানো হয় যে ১০ জুন ২০২০ থেকে লাগু হতে চলেছে নতুন রেট ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আপনার কী স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে ? তাহলে এই খবর আপনার জন্য অত্যন্ত জরুরি ৷ কারণ আজ অর্থাৎ ১০ জুন থেকে নতুন নিয়ম লাগু করতে চলেছে স্টেট ব্যাঙ্ক ৷ আর এর জেরে লাভবান হতে চলেছেন স্টেট ব্যাঙ্কের কোটি কোটি গ্রাহক ৷ দেখে নিন কী বদলাতে চলেছে -
advertisement

এই নিয়ে লাগাতার ১৩ বার MCLR কমাতে চলেছে এসবিআই ৷ সোমবার ব্যাঙ্কের তরফে জানানো হয় যে ১০ জুন ২০২০ থেকে লাগু হতে চলেছে নতুন রেট ৷ মার্জিনাল কস্ট অফ ফান্ড বেসড লেন্ডিং MCLR এ ০.২৫ শতাংশ কমিয়েছে স্টেট ব্যাঙ্ক ৷ এর জেরে এক বছরে MCLR কমে ৭ শতাংশ হয়ে গিয়েছে ৷

advertisement

এর পাশাপাশি বেস রেট ০.৭৫ শতাংশ কমিয়েছে স্টেট ব্যাঙ্ক ৷ এর জেরে বেস রেট ৮.১৫ শতাংশ থেকে কমে ৭.৪০ শতাংশ হয়ে গিয়েছে ৷ নতুন রেট ১০ জুন থেকে লাগু করা হয়েছে ৷

রিজার্ভ ব্যাঙ্কের তরফে সুদের হারে যে ০.৪০ শতাংশ কমানো হয়েছে তার পুরো লাভ গ্রাহকদের দেওয়া হবে ৷ ২২ মে সুদের হার কমানোর ঘোষণা করেছিল আরবিআই ৷ EBR ও RLLR ০.৪০ শতাংশ কমানো হয়েছে ৷ EBR বর্তমানে ৭.০৫ শতাংশ থেকে কমে ৬.৫৫ শতাংশ হয়েছে ৷ RLLR বর্তমানে ৬.৬৫ শতাংশ থেকে কমে ৬.২৫ শতাংশ হয়েছে ৷ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে EBR পয়লা জুলাই থেকে লাগু করা হবে ৷ অন্যদিকে RLLR পয়লা জুন থেকে লাগু করে দেওয়া হয়েছে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুদের হার কমানোয় এর লাভ সেই সমস্ত গ্রাহকরা পাবেন যারা লোন নিয়েছেন ৷ কারণ এবার থেকে তাদের কম ইএমআই দিতে হবে ৷ কেউ যদি ৩০ বছরের জন্য ২৫ লক্ষ টাকা লোন নিয়ে থাকেন তাহলে MCLR কমানোয় প্রতি মাসে তাদের ৪২১ টাকা কম ইএমআই দিতে হবে ৷ অন্যদিকে কেউ যদি EBR/RLLR লিঙ্কড লোন নিয়ে থাকেন তাহলে প্রতি মাসে ৬০০ টাকা কম ইএমআই দিতে হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আজ থেকে স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা পেতে চলেছেন এই বিশেষ সুবিধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল