TRENDING:

আমজনতার জন্য বিরাট বড় খবর! ৭ বছরে সবচেয়ে বড় পতন, ৮% কমল অপরিশোধিত তেলের দাম

Last Updated:

নতুন বছরের প্রথম সপ্তাহেই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৮০ ডলার থেকে ৭৩ ডলারে নেমে গেল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অপরিশোধিত তেলের দামের পতন অব্যাহত। নতুন বছরের প্রথম সপ্তাহেই অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৮০ ডলার থেকে ৭৩ ডলারে নেমে গেল। মাত্র পাঁচ দিনে দাম কমেছে ৮ শতাংশেরও বেশি। সংবাদ সংস্থা রয়টার্সের মতে, ২০১৬ সালের পর ব্রেন্টের দামে এত বড় পতন হয়নি। আরও হ্রাসের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা। তবে দাম কমার ফলে ভারতীয় কোম্পানিগুলো ব্যাপক সুবিধা পাচ্ছে। সরকারি তেল কোম্পানি এইচপিসিএল, বিপিসিএল এবং আইওসি ১৫ মাস ধরে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন করেনি।
advertisement

এক লিটারে ১০ টাকা আয়:

সংবাদ সংস্থা পিটিআই-এর তরফে জানানো হয়েছে যে, তেল সংস্থাগুলি প্রতি লিটার পেট্রোলে ১০ টাকা লাভ করছে, তবে আগের লোকসান মেটাতে খুচরো দাম কমানো হয়নি। আইসিআইসিআই সিকিউরিটিজের রিপোর্টে বলা হয়েছে, প্রতি লিটার ডিজেলে কোম্পানিগুলোর ৬.৫ টাকা লোকসান হচ্ছে। প্রধান তেল সংস্থাগুলি ১৫ মাস ধরে পেট্রোল এবং ডিজেলের দাম পরিবর্তন করেনি।

advertisement

বিনিয়োগকারীদের জন্য উপার্জনের সুযোগ:

এইচপিসিএল, বিপিসিএল, আইওসি-র মতো সংস্থাগুলি সরাসরি অপরিশোধিত তেলের দামের এই পতন থেকে উপকৃত হবে। একই সঙ্গে টায়ার উৎপাদনকারী প্রতিষ্ঠান, পেইন্ট কোম্পানিগুলোও এর সুবিধা পাবে।

ভারত কতটা লাভবান হবে:

ভারত তার অপরিশোধিত তেলের চাহিদার ৮০ শতাংশই বিদেশ থেকে ক্রয় করে। এর জন্য বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে বিপুল পরিমাণ ডলার ব্যয় করতে হয়। এমন পরিস্থিতিতে যখনই অপরিশোধিত তেল সস্তা হয়, ভারত লাভবান হয়। রুপি লাভবান হয়, ডলারের সাপেক্ষে তা শক্তিশালী হয় এবং মূল্যস্ফীতিও নিয়ন্ত্রণে আসে। এটা স্পষ্ট যে, বাইরে থেকে যখন সস্তা অপরিশোধিত তেল আসবে, তখন অভ্যন্তরীণ বাজারেও এর দাম কম থাকবে। এসএমসি গ্লোবালের মতে, দেশের তেল কোম্পানিগুলি অপরিশোধিত তেলের ১ ডলারের হ্রাসের জন্য প্রতি লিটারে ৪৫ পয়সা সাশ্রয় করে।

advertisement

অর্থনীতি সরাসরি উপকৃত হয়:

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

অপরিশোধিত তেলের দাম যখন এক ডলার কমছে, তখন ভারতের আমদানি বিল প্রায় ২৯ হাজার মিলিয়ন ডলার কমেছে। ১০ ডলার কমানোয় সাশ্রয় হচ্ছে ২ লাখ ৯০ হাজার ডলার। সরকার যদি এতটাই সঞ্চয় করতে পারে, তবে এটা স্পষ্ট যে, তার লাভ সরকার সাধারণ মানুষের কাছেও পৌঁছে দেবে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আমজনতার জন্য বিরাট বড় খবর! ৭ বছরে সবচেয়ে বড় পতন, ৮% কমল অপরিশোধিত তেলের দাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল