TRENDING:

Gold Siver Rate: আরও বাড়ল সোনার দাম! আর রুপো? কত হল? দেখে নিন এখানে

Last Updated:

Gold Siver Rate: সোনা আর রুপোয় বিনিয়োগ করতেই হয়, সবার আগে তার দাম মাথায় রেখে চিন্তাভাবনা করা দরকার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ভারতীয়দের জনসমাজে বিনিয়োগের কথা উঠলে সবার আগে মাথায় আসে সাবেকি সেই সোনা আর রুপোর প্রসঙ্গই। অবশ্য, সব দিক খতিয়ে দেখলে তার কারণও নেহাত ফেলনা নয়। এই দুই মূল্যবান ধাতুতে বিনিয়োগ সচরাচর কাউকে বিমুখ করে না। কেন না, বেশ কয়েক দশকের ইতিহাস, দুই-এক বিক্ষিপ্ত প্রসঙ্গ বাদ দিলে, স্পষ্টতই প্রমাণ তুলে ধরে যে সোনার দাম তো বটেই বিশেষ করে, এমনকী রুপোর দামও বেশির ভাগ সময় থেকেছে চড়ার দিকেই।
কত হল সোনা রুপোর দাম?
কত হল সোনা রুপোর দাম?
advertisement

ফলে, যদি সোনা আর রুপোয় বিনিয়োগ করতেই হয়, সবার আগে তার দাম মাথায় রেখে চিন্তা-ভাবনা করা দরকার। কেন না, এই দুই মূল্যবান ধাতুর দাম প্রতি দিনই বদলে বদলে যায়, কখনও তা বাড়ে, কখনও বা আবার কমে।

আরও পড়ুন: কোথাও বাড়ল, কোথাও কমল, কলকাতা সহ নানা শহরে পেট্রোল ও ডিজেলের দাম কত হল?

advertisement

সোনা আর রুপোয় বিনিয়োগ করতেই হয়, সবার আগে তার দাম মাথায় রেখে চিন্তাভাবনা করা দরকার। কেন না, এই দুই মূল্যবান ধাতুর দাম প্রতি দিনই বদলে বদলে যায়, কখনও তা বাড়ে, কখনও বা আবার কমে। আজ, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২ তারিখের দিকে যদি তাকানো যায়, তাহলে কলকাতার সোনা এবং রুপোর বাজারের ছবিটা ঠিক কী রকম?

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আজ ১০ গ্রাম ২২ ক্যারাট সোনার দাম যাচ্ছে ৫০,১৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারাট সোনার দাম যাচ্ছে ৫৪,৭১০ টাকা। অন্যদিকে, ১ কেজি রুপোর দামে কিছুটা পতন ঘটে দাঁড়িয়েছে ৭২৩০০ টাকা।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gold Siver Rate: আরও বাড়ল সোনার দাম! আর রুপো? কত হল? দেখে নিন এখানে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল