TRENDING:

অতিরিক্ত মালপত্রের ক্ষেত্রে এবার বেশি দাম দিতে হবে বিমানযাত্রীদের

Last Updated:

অতিরিক্ত মালপত্রের জন্য টাকার অঙ্ক এবার বাড়িয়ে দিল গো-এয়ার, ইন্ডিগো, এয়ার এশিয়ার মতো ‘লো কস্ট’ এয়ার লাইন্সগুলিও ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি:  অতিরিক্ত মালপত্রের জন্য টাকার অঙ্ক এবার বাড়িয়ে দিল গো-এয়ার, ইন্ডিগো, এয়ার এশিয়ার মতো ‘লো কস্ট’ এয়ার লাইন্সগুলিও ৷ এখন থেকে অতিরিক্ত মালপত্রের জন্য প্রতি কেজিতে লাগবে ৩০০ টাকা করে ৷ এর আগে এই এয়ারলাইন্স সংস্থাগুলি অতিরিক্ত মালের ক্ষেত্রে ২৫০ টাকা প্রতি কেজি চার্জ করত ৷ কিছুদিন আগেই কেন্দ্রীয় সরকার থেকে জানানো হয়, সব এয়ার লাইন্সগুলিতেই অন্তত ২০ কেজি করে যাত্রীরা মাল বহন করতে পারবে ৷ এর জন্য অতিরিক্ত কোনও টাকা লাগবে না ৷ এতদিন এয়ার ইন্ডিয়া ছাড়া বাকি সব এয়ার লাইন্সে ১৫ কেজি মাল বিনামূল্য বহন করতে পারতেন যাত্রীরা ৷ তার থেকে বেশি হলেই টাকা দিতে হত ৷ কিন্তু মাল বহনের উর্ধ্বসীমা সরকার বাড়াতেই এখন অতিরিক্ত মালপত্রের ক্ষেত্রে চার্জও আগের তুলনায় বাড়ানোরই সিদ্ধান্ত নিয়েছে বেসরকারী বিমানসংস্থাগুলি ৷
advertisement

এদিকে এয়ার এশিয়ায় যাত্রীদের জন্য দারুণ অফার ! কলকাতা-কুয়ালালামপুর উড়ানে টিকিট ন্যূনতম ৩,৪০০ টাকায় কাটার সুযোগ দিচ্ছে এয়ার এশিয়া। ২০১৭ সালের ৪ জানুয়ারি থেকে ২১ অগস্টের মধ্যে কিছু উড়ানের টিকিট পাওয়া যাবে এই মূল্যে। টিকিট কাটতে হবে ২৪ জুলাইয়ের মধ্যে। ওই একই ভাড়ায় যাওয়া যাবে ব্যাঙ্কক, সিঙ্গাপুর, বালি, ফুকেটও। কুয়ালালামপুর হয়ে মেলবোর্ন, পারথ, অকল্যান্ড এবং মরিশাস যেতে একপিঠে পড়বে ৫,৯০০ টাকা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
অতিরিক্ত মালপত্রের ক্ষেত্রে এবার বেশি দাম দিতে হবে বিমানযাত্রীদের