TRENDING:

গো এয়ারের দুর্দান্ত ‘মনসুন বোনাঞ্জা’, ফ্লাইটে চড়ুন মাত্র ৮৪৯ টাকায়

Last Updated:

গ্রীষ্ম হোক বা বর্ষা , লো কস্ট এয়ারলাইন্সগুলি এখন দারুণ সব অফার নিয়ে হাজির হচ্ছে প্রায় প্রতি মাসেই ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা:  গ্রীষ্ম হোক বা বর্ষা ,  লো কস্ট এয়ারলাইন্সগুলি এখন দারুণ সব অফার নিয়ে হাজির হচ্ছে প্রায় প্রতি মাসেই ৷ যদিও জুন থেকে সেপ্টেম্বর সময়টাই হল বিমান সংস্থাগুলি ‘সেল টাইম’ ৷ গত মাসে যেমন স্পাইসজেট বা ইন্ডিগোর মতো সংস্থাগুলি ১০০০ টাকারও কমে বিমানযাত্রার সুযোগ করে দিয়েছিল ৷ এবার সেই পথে হাঁটল গো এয়ারও ৷ বর্ষায় তাদের অফার ‘মনসুন বোনাঞ্জা ’ ৷
advertisement

এই অফারে কী কী রয়েছে, সেটা একবার দেখে নেওয়া যাক ৷  টিকিট শুরু হচ্ছে মাত্র  ৮৪৯ টাকা থেকে। দেওয়া হচ্ছে দুর্দান্ত কিছু ছাড়। শুধু বিমান টিকিটেই নয় ৷ ডিসকাউন্ট থাকছে প্রি-মিল বুকিংয়েও ৷ অর্থাৎ আগে থেকে বুকিং করলে মিলের উপর পাওয়া যাবে ৬০ শতাংশ ছাড়। পেটিএম-এর মাধ্যমে পে করলে পাওয়া যাবে ১০ শতাংশ ক্যাশব্যাক। এছাড়া ক্যাফে কফি ডে থেকে মিলবে ২০০ টাকার ভাউচার। সংস্থার তরফে একারণেই এই অফারের নাম দেওয়া হয়েছে 'মনসুন অ্যান্ড মোর'।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

তবে এই অফার সীমিত সময়ের জন্য ৷ তাই চটপট কেটে ফেলতে হবে টিকিট ৷ কারণ সুযোগ মাত্র চার দিনের। ২৯ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে টিকিট কাটতে হবে। ট্রাভেল পিরিয়ড হবে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৷ টিকিট কাটার সময় তাই হয়তো চার দিন ৷ কিন্তু তিন মাস দেশের যেকোনও জায়গায় বিমানে ঘুরে বেড়ানোর দারুণ সুযোগ এখন । তবে এই স্কিমে টিকিট কেটে তা বতিল করলে ভাড়ার টাকা ফেরত পাওয়া যাবে না। এছাড়া রিবুকিংয়ের পেনাল্টি হিসেবে ১৫০০ টাকা পর্যন্ত দিতে হতে পারে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
গো এয়ারের দুর্দান্ত ‘মনসুন বোনাঞ্জা’, ফ্লাইটে চড়ুন মাত্র ৮৪৯ টাকায়