এই অফারে কী কী রয়েছে, সেটা একবার দেখে নেওয়া যাক ৷ টিকিট শুরু হচ্ছে মাত্র ৮৪৯ টাকা থেকে। দেওয়া হচ্ছে দুর্দান্ত কিছু ছাড়। শুধু বিমান টিকিটেই নয় ৷ ডিসকাউন্ট থাকছে প্রি-মিল বুকিংয়েও ৷ অর্থাৎ আগে থেকে বুকিং করলে মিলের উপর পাওয়া যাবে ৬০ শতাংশ ছাড়। পেটিএম-এর মাধ্যমে পে করলে পাওয়া যাবে ১০ শতাংশ ক্যাশব্যাক। এছাড়া ক্যাফে কফি ডে থেকে মিলবে ২০০ টাকার ভাউচার। সংস্থার তরফে একারণেই এই অফারের নাম দেওয়া হয়েছে 'মনসুন অ্যান্ড মোর'।
advertisement
তবে এই অফার সীমিত সময়ের জন্য ৷ তাই চটপট কেটে ফেলতে হবে টিকিট ৷ কারণ সুযোগ মাত্র চার দিনের। ২৯ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে টিকিট কাটতে হবে। ট্রাভেল পিরিয়ড হবে ১ জুলাই থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ৷ টিকিট কাটার সময় তাই হয়তো চার দিন ৷ কিন্তু তিন মাস দেশের যেকোনও জায়গায় বিমানে ঘুরে বেড়ানোর দারুণ সুযোগ এখন । তবে এই স্কিমে টিকিট কেটে তা বতিল করলে ভাড়ার টাকা ফেরত পাওয়া যাবে না। এছাড়া রিবুকিংয়ের পেনাল্টি হিসেবে ১৫০০ টাকা পর্যন্ত দিতে হতে পারে ৷