তবে বোনেদের জন্য এবারের রাখি বন্ধনটাকে আরও বিশেষ করে তোলা যেতে পারে। আর তার জন্য উপহারের তালিকায় থাকুক আর্থিক কোনও উপহার। যা তাঁর ভবিষ্যৎকে সুরক্ষিত করবে। দেখে নেওয়া যাক, সেই সব আর্থিক উপহারের তালিকা।
সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (এসআইপি):
সিস্টেমেটিক পদ্ধতিতে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার সবথেকে কার্যকর পদ্ধতি হল এসআইপি। এসএজি ইনফোটেকের এমডি অমিত গুপ্তা বলেন যে, আর্থিক লক্ষ্য পূরণ করার জন্য এসআইপি হল শক্তিশালী একটি অস্ত্র। এমন উপহার বোনকে দিলে তাঁর সুবিধাই হবে। ভ্রমণ, ব্যবসা শুরু করা কিংবা তাঁর আর্থিক লক্ষ্য পূরণ হবে।
advertisement
আরও পড়ুন: পিপিএফ না ইপিএফ, কোনটা বেশি লাভজনক? জেনে নিন দু’টির মিল এবং পার্থক্য কোথায়
স্বাস্থ্য বিমা পলিসি:
আরও একটা উপকারী উপহার হতে পারে স্বাস্থ্য বিমা পলিসি। অনিশ্চিত সময়ে সুরক্ষার্থে বোনের জন্য একটি স্বাস্থ্য বিমা পলিসি নেওয়া যেতে পারে। কিংবা সেই পলিসির একটা প্রিমিয়ামও ভাল উপহার হতে পারে।
ডিজিটাল সোনা বা ডিজিটাল গোল্ড:
সোনার গয়না উপহার হিসেবে দেওয়াই যায়। কিন্তু আর্থিক সুরক্ষার জন্য ফিজিক্যাল গোল্ডের তুলনায় ডিজিটাল গোল্ডই হবে সবথেকে ভাল বিকল্প।
গোল্ড ইটিএফ:
রাখির দিনে গোল্ড ইটিএফ-ও বোনের জন্য অন্যতম সেরা উপহার হতে পারে। আর্থিক বিশেষজ্ঞ অমিত গুপ্তা বলেন যে, ইটিএফ অথবা গোল্ড সেভিংস অ্যাকাউন্টের মাধ্যমে বিনিয়োগ করা যেতে পারে।
ডেট ইনস্ট্রুমেন্ট:
অমিত গুপ্তার মতে, গ্রিন ফিক্সড ডিপোজিট (এফডি) অথবা রেকারিং ডিপোজিটও দারুণ উপহার হতে পারে। তাঁর বক্তব্য, এই ধরনের আর্থিক উপহার শুধু বোনের ভবিষ্যৎ সুরক্ষিতই করে না, তার সঙ্গে তাঁকে বিভিন্ন আর্থিক সিদ্ধান্ত নিতেও সাহায্য করে।
স্টক:
রাখি বন্ধনের দিনে বোনকে স্টক উপহার দেওয়া যেতে পারে। দীর্ঘমেয়াদি বিনিয়োগের কথা মাথায় রেখে ব্লু-চিপ সংস্থার স্টক উপহার হিসেবে বাছা যায়। তাই বিশেষজ্ঞদের মতে, ঐতিহ্যগত উপহারের চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসতে হবে। বরং তার পরিবর্তে আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করে, এমন উপহারই হবে বোনের জন্য সেরা।