TRENDING:

Reliance Retail-TPG Deal: একই দিনে ডাবল ধামাকা! GIC-র পাশাপাশি রিলায়েন্স রিটেলে বিনিয়োগের ঘোষণা TPG-র

Last Updated:

GIC ও TPG মিলে মোট ৭৩৫০ কোটি টাকা রিলায়েন্স রিটেলে বিনিয়োগের ঘোষণা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: ভারতে বিদেশি বিনিয়োগকারীদের কাছে রিলায়েন্সই যে সবচেয়ে ভরসার জায়গা, তা ফের প্রমাণ হল ৷ রিলায়েন্স রিটেল ও জিও প্ল্যাটফর্মে একের পর এক বিনিয়োগ ৷ শনিবার একই দিনে দু-দুটি বিদেশি বিনিয়োগের ঘোষণা সংস্থার তরফে ৷ সিঙ্গাপুরের লগ্নিকারী সংস্থা GIC ৫,৫১২.৫ কোটি টাকা বিনিয়োগ করছে রিলায়েন্স রিটেলে ৷ পাশাপাশি রিলায়েন্স রিটেলে ১,৮৩৭.৫০ কোটি টাকা ঢালার ঘোষণা করেছে TPG-ও ৷ রিলায়েন্স রিটেলের ০.৪১ শতাংশ শেয়ার কিনছে তারা ৷
advertisement

গত কয়েক সপ্তাহে এই নিয়ে সপ্তম বিদেশি বিনিয়োগ ৷ ৫,৫১২.৫ কোটি টাকা বিনিয়োগ করে রিলায়েন্স রিটেলের ১.২২ শতাংশ শেয়ার কিনছে GIC ৷ যার নির্যাস, রিলায়েন্স রিটেল-এর প্রি-মানি ইক্যুইটি ভ্যালু একলাফে বেড়ে দাঁড়িয়েছে ৪.২৮৫ লক্ষ কোটি টাকা ৷  এখনও পর্যন্ত রিলায়েন্স রিটেলে মোট বিদেশি বিনিয়োগের পরিমাণ ৩২,১৯৭.৫০ কোটি টাকা ৷ টিপিজি-রটা ধরলে মোট সাতটি সংস্থা এ পর্যন্ত রিলায়েন্সের রিটেল ব্যবসায় লগ্নি করেছে ৷

advertisement

রিলায়েন্স রিটেলে এখনও পর্যন্ত বিনিয়োগের পরিমাণ

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি বলেন, ‘‘GIC-র গ্লোবাল নেটওয়ার্ক ও ট্র্যাক রেকর্ড অত্যন্ত সমৃদ্ধশালী ৷ GIC-র সঙ্গে এই সম্পর্ক ভারতের রিটেল সেক্টরকে অন্য উচ্চতায় নিয়ে যাবে৷ ’’

advertisement

GIC-র সিইও লিম চাও কিয়াতের কথায়, ‘‘আমাদের বিশ্বাস রিলায়েন্স রিটেল তাদের দুর্দান্ত সাপ্লাই চেন, স্টোর নেটওয়ার্ক ও শক্তিশালী লজিস্টিক এবং পরিকাঠামোর সাহায্যে গ্রাহক ও শেয়ারহোল্ডারদের উপকৃত করবে৷’’

রিলায়েন্স রিটেলে এই নিয়ে মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াল ৩২,১৯৭.৫০ কোটি টাকা ৷ ৭.২৮ শতাংশ শেয়ারের বিনিময়ে৷ গত ১ অক্টোবর আবু ধাবির সংস্থা মুবাডালা ইনভেস্টমেন্ট কোম্পানিও ঘোষণা করেছে, তারা রিলায়েন্স রিটেলে ৬,২৪৭.৫ কোটি টাকা বিনিয়োগ করবে ১.৪ শতাংশ শেয়ারের বিনিময়ে ৷ সিলভার লেক, জেনারেল অ্যাটলান্টিক-সহ গত ৩ সপ্তাহে ৭টি বড় বিনিয়োগ এল রিলায়েন্স রিটেলে ৷ ফলে প্রি-মানি ইক্যুইটি ভ্যালু হয়ে গিয়েছে ৪.২৮৫ লক্ষ কোটি টাকা৷

advertisement

ভারতের রিটেল ব্যবসায় সবচেয়ে বড় ও দ্রুত বেড়ে চলা সংস্থা রিলায়েন্স রিটেল৷ দেশজুড়ে সংস্থার ১২ হাজার স্টোর৷ সিঙ্গাপুরের সংস্থা GIC বিশ্বের অন্যতম বড় গ্লোবাল ইনভেস্টমেন্ট সংস্থা ৷ ১৯৮১ সালে প্রতিষ্ঠা করা হয়েছিল এই সংস্থাটি ৷ গত দু’দশকের বেশি সময় ধরে ৪০টির বেশি দেশে GIC বিনিয়োগ করেছে ৷ বিশ্বজুড়ে ১০টি অফিসে সংস্থার কর্মীসংখ্যা ১৭০০ ৷

advertisement

তেল থেকে টেলিকম-- দেশের গর্ব তথা বিশ্বের অন্যতম মূল্যবান সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর রিটেল ব্যবসা দ্রুত এগিয়ে চলছে ৷ ইতিমধ্যেই অ্যামাজন ইন্ডিয়া ও ওয়ালমার্টের ফ্লিপকার্টকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে রিলায়েন্স ৷ গত মে মাসে রিলায়েন্স অনলাইন গ্রসারি পরিষেবা JioMart লঞ্চ করে৷ এই মুহূর্তে রিলায়েন্স রিটেল ভারতের সবচেয়ে বড় রিটেল সংস্থা ৷

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

আরআরভিএল-এর শাখা সংস্থা রিলায়েন্স রিটেল লিমিটেড সংগঠিত খুচরো ক্ষেত্রে ভারতের বৃহত্তম, দ্রুততম হারে বর্দ্ধিত এবং সবথেকে মুনাফাজনক সংস্থা। সুপারমার্কেট থেকে শুরু করে কনজিউমর ইলেকট্রনিক্স চেইন বিপণি, পাইকারি ব্যবসা, ফ্যাশন আউটলেট এবং অনলাইন মুদিখানা বিপণি জিওমার্ট পরিচালনা করে তারা। দেশের প্রায় ৭,০০০ শহরে তাদের ১২,০০০-এর কাছাকাছি বিপণি রয়েছে। ফিউচার গোষ্ঠীর পাইকারি ও খুচরো ব্যবসা কিনে নেওয়ার পরে ভারতের সংগঠিত খুচরো ব্যবসা ক্ষেত্রের এক-তৃতীয়াংশ মুকেশ আম্বানির দখলে চলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Reliance Retail-TPG Deal: একই দিনে ডাবল ধামাকা! GIC-র পাশাপাশি রিলায়েন্স রিটেলে বিনিয়োগের ঘোষণা TPG-র
Open in App
হোম
খবর
ফটো
লোকাল