TRENDING:

১০ মিনিটে বিনামূল্যে তৈরি করুন PAN কার্ড, সঙ্গে মিলবে বিশেষ সুবিধা

Last Updated:

আয়কর বিভাগ থেকে প্যান কার্ড তৈরি করার জন্য আপনাকে ই-ফাইলিং পোর্টালে গিয়ে 'Instant PAN through Aadhaar' এ ক্লিক করতে হবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আয়কর বিভাগ থেকে এবার প্যান কার্ড তৈরি করা আরও সহজ ৷ কারও কাছে প্যান কার্ড থাকলে সহজেই e-PAN পেয়ে যাবেন ৷ এবং এর জন্য সময় লাগবে মাত্র ১০ মিনিট ৷ e-PAN পুরোপুরি ল্যামিনেটেড প্যান কার্ডের মতো ৷ ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে, ডিম্যাট খুলতে বা অন্য কাজেও এটি ব্যবহার করা যাবে ৷
advertisement

১. আয়কর বিভাগ থেকে প্যান কার্ড তৈরি করার জন্য আপনাকে ই-ফাইলিং পোর্টালে গিয়ে 'Instant PAN through Aadhaar' এ ক্লিক করতে হবে ৷ তারপর 'Get New PAN' অপশন সিলেক্ট করতে হবে ৷ এরপর আধার নম্বর জানতে চাওয়া হবে এবং রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে ৷ ওটিপি ভ্যালিডেশনের পর e-PAN জারি করে দেওয়া হবে ৷

advertisement

২. পিডিএফ ফর্ম্যাটে প্যান কার্ডের কপি পেয়ে যাবেন আবেদনকর্তা ৷ এর মধ্যে QR Code থাকে ৷ QR Code এ আবেদনকারীর ডেমোগ্রাফিক ডিটেল ও ছবি থাকবে ৷ আবেদন করার সময় রেজিস্টার্ড মোবাইল নম্বরে ১৫ ডিজিটের একটি নম্বর পাঠানো হবে ৷ এই নম্বরের সাহায্যে e-PAN ডাউনলোড করা যেতে পারে ৷ এর একটি কপি ই-মেল আইডিতে পাঠানো হবে ৷ আধার থেকে ই-মেল আইডি রেজিস্টার্ড থাকা বাধ্যতামূলক ৷

advertisement

৩. NSDL ও UTITSL এর মাধ্যমেও প্যান কার্ড জারি করা হবে ৷ এখানে প্যান কার্ড তৈরির জন্য চার্জ দিতে হবে ৷ তবে আয়কর বিভাগের ওয়েবসাইটে বিনামূল্যে প্যান কার্ড তৈরি করতে পারবেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

৪. আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে এর জন্য মাত্র ১০ মিনিট সময় লাগবে ৷ এখনও পর্যন্ত ৬.৭ লক্ষ মানুষ ইনস্ট্যান্ট প্যান জেনারেট করেছেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১০ মিনিটে বিনামূল্যে তৈরি করুন PAN কার্ড, সঙ্গে মিলবে বিশেষ সুবিধা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল