TRENDING:

Post Office Scheme: ১২৪ মাসে টাকা হবে দ্বিগুণ, রইল পোস্ট অফিসের এই স্কিমের সাতসতেরো

Last Updated:

Post Office Scheme: কিষাণ বিকাশ পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই স্কিমের অধীনে পাওয়া যায় চক্রবৃদ্ধি সুদ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: যাঁরা দীর্ঘ মেয়াদে কোনও সরকারি প্রকল্পে বিনিয়োগ করতে চাইছেন, তাঁদের জন্য পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র (Kisan Vikas Patra) প্রকল্পটি হল অন্যতম ভালো এবং নিরাপদ একটি বিকল্প। এই স্কিমে বিনিয়োগ করলে প্রচলিত সুদের হারে ১২৪ মাসে টাকা দ্বিগুণ হওয়ার নিশ্চয়তা রয়েছে। দেশের ১.৫ লক্ষেরও বেশি পোস্ট অফিসে এই কিষাণ বিকাশ পত্রের (KVP) সুবিধা রয়েছে। যে-কোনও পোস্ট অফিস থেকে কেনা যাবে কিষাণ বিকাশ পত্র।
advertisement

স্কিমে বিনিয়োগ শুরু করা যাবে মাত্র ১০০০ টাকায়:

কিষাণ বিকাশ পত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, এই স্কিমের অধীনে পাওয়া যায় চক্রবৃদ্ধি সুদ। বিনিয়োগকারীরা এই স্কিমের মাধ্যমে পাবেন চক্রবৃদ্ধি সুদের সুবিধা। এই স্কিমে মাত্র ১০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যাবে। এছাড়া এই স্কিমে বিনিয়োগ করার কোনও সর্বোচ্চ সীমাও থাকে না।

advertisement

আরও পড়ুন: ভুল নয়, বিচক্ষণতাই কাম্য! উইল তৈরির সময় যে ৫ গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতেই হবে!

কিষাণ বিকাশ পত্রে পাওয়া যাবে ৬.৯ শতাংশ হারে সুদ:

কিষাণ বিকাশ পত্রে পাওয়া যাবে ৬.৯ শতাংশ হারে সুদ। এই সুদের উপর করা গণনা অনুযায়ী, এই স্কিমে জমা করা টাকা মাত্র ১২৪ মাসে হবে দ্বিগুণ, অর্থাৎ বিনিয়োগকারীর মোট জমা টাকা মাত্র ১০ বছর ৪ মাসে হয়ে যাবে দ্বিগুণ। কিষাণ বিকাশ পত্রে বিনিয়োগ করতে চাইলে কমপক্ষে ১০০০ দিয়ে টাকা বিনিয়োগ করতে হবে। তবে পোস্ট অফিসের এই স্কিমে বিনিয়োগ করার কোনও সর্বোচ্চ সীমা নেই।

advertisement

আরও পড়ুন: ব্যক্তিগত ঋণ এবং ক্রেডিট লাইনের ফারাক কোথায়? ঋণ নেওয়ার আগে ঠান্ডা মাথায় ভাবুন

কিষাণ বিকাশ পত্রের মেয়াদকাল ১২৪ মাস:

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কিষাণ বিকাশ পত্রের মেয়াদকাল হল ১২৪ মাস অর্থাৎ প্রায় ১০ বছর ৪ মাস। কিষাণ বিকাশ পত্র সার্টিফিকেট কেনার জন্য রয়েছে বিভিন্ন বিকল্প। অর্থাৎ ১০০০ টাকা অথবা ৫০০০ টাকা অথবা ১০০০০ টাকা অথবা ৫০০০০ টাকার আকারে কেনা যাবে এই সার্টিফিকেট। মেয়াদ পূরণ হওয়ার আগে টাকা তোলা যাবে, তবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতেই সেই অনুমতি পাওয়া যাবে। এ-ছাড়া মেয়াদ পূরণ হওয়ার পর যে কোনও পোস্ট অফিস থেকেই টাকা তুলে নেওয়া যাবে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Post Office Scheme: ১২৪ মাসে টাকা হবে দ্বিগুণ, রইল পোস্ট অফিসের এই স্কিমের সাতসতেরো
Open in App
হোম
খবর
ফটো
লোকাল