প্যান কার্ডের জন্য অনলাইন আবেদন করা অত্যন্ত সহজ ৷ এর মাধ্যমে মিনিটের মধ্যে পেয়ে যাবেন প্যান কার্ড ৷ এই কার্ডকে E-PAN ও বলা হয়ে থাকে ৷ আবেদন করা সঙ্গে সঙ্গে আপনি ডাউনলোড করতে পারবেন ৷ এই পরিষেবার সুবিধা কেবল তারাই পাবে যাদের এখনও প্যান নম্বর নেই ৷ E PAN এর জন্য আধার নম্বর দিতে হবে, এর মাধ্যমে ওটিপি জেনারেট হবে এবং E PAN কয়েক মিনিটে জারি হয়ে যাবে ৷
advertisement
E PAN কার্ড তৈরির করার প্রক্রিয়া...
আয়কর বিভাগের ওয়েবসাইটে https://www.incometaxindiaefiling.gov.in/home গিয়ে Instant PAN through Aadhaar New লিঙ্কে ক্লিক করুন ৷
এরপর দুটি অপশন দেখাবে-প্রথম Get New PAN
দ্বিতীয়টি চেক স্টেটাস/ডাউনলোড প্যান
আধার নম্বর দিতে হবে, এরপর আধারের সঙ্গে রেজিষ্টার্ড মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে ৷
ওটিপি দিতেই E PAN জারি হয়ে যাবে ৷ এবং গ্রাহকরা সেটি ডাউনলোড করতে পারবেন ৷
E PAN হারিয়ে যাওয়ার সমস্যা নেই ৷ এর কপি দরকার হলে মাত্র ৫০ টাকায় প্রিন্ট নিয়ে ল্যামিনেট করতে পারবেন ৷