ডাকঘরের লাইফ ইনস্যুরেন্স দুটি ভাগে ভাগ করা হয়েছে PLI ও RPLI ৷ PLI সবচেয়ে পুরনো সরকারি বিমা পলিসি ৷ ইংরেজ শাসনের অধীনে ১ ফেব্রুয়ারি ১৮৮৪ শুরু করা হয়েছিল ৷ PLI স্কিমে ৬টি পলিসি রয়েছে ৷ এর মধ্যে একটি পুরো লাইফ ইনস্যুরেন্স (whole life insurance policy) পলিসি রয়েছে ৷ এই পলিসিতে ন্যূনতম সাম অ্যাসিউর্ড ২০,০০০ টাকা ও সর্বোচ্চ ৫০ লক্ষ টাকা ৷ পলিসির ৪ বছর হওয়ার পর লোন নেওয়া যেতে পারে ৷ ৩ বছর পর পলিসি সারেন্ডারও করতে পারবেন ৷
advertisement
হোল লাইফ ইনস্যুরেন্স পলিসিতে বোনাসের পাশাপাশি অ্যাসিউর্ড অ্যামাউন্ট পলিসি হোল্ডার ৮০ বছর বয়স হওয়ার পর পাবেন ৷ তার আগে পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনি টাকাটা পাবেন ৷ এই পলিসি করানোর জন্য ন্যূনতম ১৯ বছর বয়স হতে হবে, অধিকতম ৫৫ বছর ৷
পোস্টাল লাইফ ইনস্যুরেন্স এখন অনলাইনে করার সুবিধা রয়েছে ৷ https://pli.indiapost.gov.in ওয়েবসাইটে গিয়ে পলিসি অনলাইনে সার্চ করা যেতে পারে ৷ অনলাইনে ইনস্যুরেন্স করা যেতে পারে ৷ এবং প্রিমিয়ামও অনলাইনে দিতে পারবেন পলিসি হোল্ডাররা ৷