প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা (Pradhan Mantri Suraksha Bima Yojana-PMSBY) অনুযায়ী, প্রতি মাসে এক টাকা বা বছরে ১২ টাকা জমা করে ২ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্স পেয়ে যাবেন ৷ কেন্দ্র সরকার কয়েক বছর আগে অতি সামান্য প্রিমিয়ামে এই যোজনা চালু করেছিল ৷ PMSBY-র বার্ষিক প্রিমিয়াম মাত্র ১২ টাকা ৷ মে মাসের শেষে এই প্রিমিয়াম দিতে হয় ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩১ মে-এর মধ্যে এই টাকা কেটে নেওয়া হয় ৷
advertisement
PMJJBY লাইফ ইনস্যুরেন্সের সুবিধা দিয়ে থাকে ৷ এই যোজনায় রেজিস্ট্রেশনের পর পলিসি হোল্ডারের মৃত্যু হলে তার পরিবারকে ২ লক্ষ টাকা দেওয়া হবে ৷ মে ২০১৫ সালে এই স্কিম চালু করা হয়েছিল৷ ১৮ থেকে ৫০ বছরের যে কোনও ব্যক্তি এই যোজনার সুবিধা নিতে পারবেন ৷ এই যোজনার জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক ৷ এই স্কিমে বছরে ৩৩০ টাকা প্রিমিয়াম জমা করতে হবে ৷ প্রিমিয়ামের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সরাসরি কেটে নেওয়া হবে ৷ এই স্কিম LIC এর সঙ্গে বেসরকারি লাইফ ইনস্যুরেন্স সংস্থার তরফে চালানো হয় ৷