আরও পড়ুন: প্রতিনিয়ত ইউপিআই পেমেন্টে হচ্ছে জালিয়াতি, দেখে নিন সুরক্ষিত থাকার উপায়!
দিন অথবা রাত যে কোনও সময় করা যাবে অর্ডার
Bisleri কোম্পানির নিজস্ব মোবাইল অ্যাপ bisleri@Doorstep সাবস্ক্রিপশনের সুবিধাও দেওয়া হয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা একবার পেমেন্ট করে সবসময় জলের ডেলিভারির সুবিধা পেতে পারে। Bisleri কোম্পানির নিজস্ব মোবাইল অ্যাপ অ্যান্ড্রয়েড (Android) এবং আইওএস (IOS) দুই ধরনের ইউজাররাই ব্যাবহার করতে পারবে। এই মোবাইল অ্যাপের মাধ্যমে গ্রাহকেরা দিন অথবা রাত যে কোনও সময় অর্থাৎ ২৪ ঘণ্টাই জলের অর্ডার দিতে পারবে। অর্ডার দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে গ্রাহকের বাড়িতে জলের ডেলিভারি দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: নিজে গিয়ে টাকা জমা করার দরকার নেই, দেখে নিন পোস্ট অফিসের সেভিংস স্কিমে ডিজিটাল পেমেন্টের উপায়!
কোম্পানি সংগ্রহ করবে গ্রাহকদের ডেটা
Bisleri কোম্পানির সিইও অ্যাঞ্জেলো জর্জ জানিয়েছেন, "আমরা টেকনোলজির মাধ্যমে গ্রাহকদের ভালো পরিষেবা দিতে চাই। এর জন্য মোবাইলের অ্যাপ দ্বারা প্রাপ্ত গ্রাহকদের বিভিন্ন তথ্যের আলাদা প্রোফাইল তৈরি করা হবে। সেই অনুযায়ী বিভিন্ন ধরণেনে সুবিধা এবং বিভিন্ন সমস্যা সমাধান প্রদান করা হবে। এই মোবাইল অ্যাপ লঞ্চ করা হয়েছে গ্রাহকদের জন্যই। তাদের আধুনিক এবং উপযুক্ত পরিষেবা দেওয়ার জন্য কোম্পানির তরফে গ্রাহকদের ডেটা সংগ্রহ করা হবে।"
আরও পড়ুন: ২০২২ সালের ১ জানুয়ারির আগে নতুন গাড়িতে পাওয়া যাচ্ছে প্রায় ২.৫৫ লাখ টাকার ছাড়!
তেজ গতিতে বাড়ছে সাবস্ক্রাইবার
Bisleri কোম্পানি তাদের নতুন নিজস্ব মোবাইল অ্যাপ bisleri@Doorstep লঞ্চ করার ফলে, তারাই হল প্রথম জলের কোম্পানি যারা ই-কমার্স প্ল্যাটফর্মে পা রাখল। এছাড়া Bisleri কোম্পানিই হল প্রথম জলের কোম্পানি যারা এই প্রথম এই ধরনের মোবাইল অ্যাপ bisleri@Doorstep লঞ্চ করেছে। Bisleri কোম্পানির সিইও অ্যাঞ্জেলো জর্জ জানিয়েছেন যে, Bisleri কোম্পানির নিজস্ব মোবাইল অ্যাপ bisleri@Doorstep লঞ্চ করার সঙ্গে সঙ্গেই তেজ গতিতে বাড়ছে এর সাবস্ক্রাইবার। Bisleri কোম্পানির সিইও অ্যাঞ্জেলো জর্জ মনে করেনন আগামী দিনে এভাবেই বাড়তে থাকবে তাদের সাবস্ক্রাইবার।