৩১ ডিসেম্বর নয় ৷ জিও -র সমস্ত ফ্রি-র অফার থাকবে ২০১৭-এর ৩১ মার্চ অবধি-ই ! সম্প্রতি বিশেষ ঘোষণার মধ্যে দিয়ে দেশবাসীকে এই কথাই জানালেন রিল্যায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি ৷ মুকেশ আম্বানির কথায়, ‘ফ্রি জিও পরিষেবা বাড়ানো হল ৩১ মার্চ পর্যন্ত ৷ এটা হল হ্যাপি নিউ ইয়ার অফার ৷ ’ শুধু তাই নয়, বিশেষ ঘোষণায় মুকেশ আম্বানি জানান, ‘নিউ ইয়ার ডে-তে বিশেষ অফার থাকবে ৷ জিও গ্রাহকরা বাড়তি পরিষেবা পাবেন৷ এর জন্য নতুন সিম কার্ড লাগবে না ৷ স্বয়ংক্রিয় ব্যবস্থাতেই তা করা হবে ৷ ’
advertisement
আপাতত জিও-সিম পাওয়া যাচ্ছে রিল্যায়েন্স ডিজিটাল, ডিজিটাল এক্সপ্রেস ও মিনি স্টোরগুলিতে ৷ এতদিন পরও এই স্টোরের বাইরে সিম নেওয়ার জন্য লম্বা লাইন দেখতে পাওয়া যায় ৷ আগামী দিনে ৪০ শতাংশ ভারতীয়কে হাইস্পিড ইন্টারনেট ও ভয়েস পরিষেবা দেওয়ায় সংস্থার মূল উদ্দেশ্য ৷
শুরুতে দিল্লি, মুম্বই, চন্ডিগড়, হায়দরাবাদ, জয়পুর, কোলকাতা, আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, পুণে ও বিশাখাপত্তনম শহরগুলিতে জিও সিম ফ্রিতে হোম ডেলিভারি করা হবে ৷
বাড়িতে জিও সিম পেতে সংস্থার ওয়েবসাইটে গিয়ে রেজিষ্টার করতে হবে ৷ জিও-র কর্মচারীরা আপনার সঙ্গে কথা বলে আপনাকে জানিয়ে দেবেন আপনার বাড়িতে কবে সিমটি পৌঁছে যাবে ৷ এরপর জিও-প্রতিনিধিরা আপনার বাড়িতে পৌঁছে যাবে এবং অপনাকে সিম দিয়ে যাবেন ৷
একবারে আপনি ৯টি সিম নিতে পারবেন ৷ কিন্তু এর জন্য আপনার কাছে ন’টি এমন স্মার্টফোন থাকতে হবে যাতে 4G LTE থাকবে ৷ কারণ একটি মোবাই থেকে কেবল একটি কোডই জেনারেট করা যাবে ৷ এর জন্য আপনাকে আধার কার্ড দেখাতে হবে ৷