দেখে নিন সংস্থার তরফে কী বলা হয়েছে ?
ইন্ডিয়ান অয়েল ট্যুইট করে জানিয়েছে, কোনও ব্যক্তি LPG connection নিতে চাইলে তাঁদের কেবল আধার কার্ড দেখাতে হবে ৷ প্রথম ভর্তুকিহীন গ্যাস ( LPG subsidy) কানেকশন দেওয়া হবে ৷ পরে গ্রাহক ঠিকানার প্রমান পত্র জমা দিয়ে ভর্তুকির সুবিধা নিতে পারবেন ৷
সমস্ত সিলিন্ডারের উপরে লাগু এই নিয়ম-
আধারের মাধ্যমে কানেকশন নেওয়ার সুবিধা সমস্ত রকমের সিলিন্ডারের উপরে প্রযোজ্য ৷ তবে কর্মাশিয়াল সিলিন্ডারকে এর আওতায় ধরা হবে না ৷ এই স্কিম ১৪.২ কিলো, ৫ কিলোর সিঙ্গল, ডবল ও মিক্সড সিলিন্ডার কানেকশনের ক্ষেত্রে লাগু করা হবে ৷ এই নিয়ম এফটিএল বা ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের উপরে লাগু করা হবে ৷
দেখে নিন কীভাবে মিলবে এলপিজি গ্যাস কানেকশন ?
১. সবার প্রথমে নিকর্টবতী গ্যাস এজেন্সিতে যেতে হবে
২. এরপর এলপিজি কানেকশনের ফর্ম ফিলআপ করতে হবে
৩. ফর্মে আপনার আধারের ডিটেল ও আধারের ফটোকপি দিতে হবে
৪. ফর্মে বাড়ির অ্যাড্রেস সেলফ ডিক্লেরেশনের সঙ্গে জমা দিতে হবে
৫. এরপর পেয়ে যাবেন এলপিজি গ্যাস কানেকশন
৬. তবে এই কানেকশনের সঙ্গে ভর্তুকির সুবিধা মিলবে না
৭. অ্যাড্রেস প্রুফ জমা দেওয়ার পর মিলবে ভর্তুকির সুবিধা