আরও পড়ুন: সোয়াইন ফ্লুতে আক্রান্ত অমিত শাহ
এবার থেকে ইনকাম ট্যাক্স বিভাগে যে তথ্য দেবেন তা সেন্ট্রাল প্রোসেসিং ইউনিটের মাধ্যমে তা প্রোসেস করা হবে ৷ এখন এই প্রোসেসিং করতে ৬৩ দিন সময় লাগবে ৷ তবে এখন থেকে মাত্র ১ দিনের সময় লাগবে ৷ অথার্ৎ আপনার ইনকাম ট্যাক্স রিফান্ড যা হবে তা সঙ্গে সঙ্গে আপনাকে দিয়ে দেওয়া হবে ৷
advertisement
আরও পড়ুন: আরও নামল পারদ, ফিরল কনকনে শীত! হাওয়া অফিস যা জানাচ্ছে...
ইনকাম ট্যাক্স ফাইল করার সময় কোনও ভুল তথ্য দিয়ে থাকলে সেটাও সঙ্গে সঙ্গে ঠিক করা যাবে ৷ তবে জেনে বুঝে কোনও ভুল তথ্য দিয়ে থাকলে সেটিও ইনকাম ট্যাক্সের আধিকারিকরা সঙ্গে সঙ্গে ধরে ফেলতে পারবেন ৷
আরও পড়ুন: রথযাত্রা করতে চেয়ে ফের নবান্নে চিঠি বিজেপি-র
এর জন্য যে পোর্টাল তৈরি করা হবে তাতে প্রায় ৪২৪১ কোটি টাকা খরচ করা হতে চলেছে ৷ এই পোর্টালটি বানানোর দায়িত্ব দেওয়া হয়েছে ইনফোসিসকে ৷ সরকারের দাবি মাত্র ২১ মাসের মধ্যে পোর্টালটি কাজ করা শুরু করে দেবে ৷