TRENDING:

মাত্র ৩৯৯৯ টাকা দিয়ে বাড়ি নিয়ে আসতে পারবেন Honda Activa 125

Last Updated:

এই স্কুটারে কী কী ফিচার্স রয়েছে ?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: Honda 2Wheelers India তাদের 125cc স্কুটার Activa 125-এর জন্য দুর্দান্ত অফার নিয়ে হাজির হয়েছে ৷ সংস্থার তরফে দেওয়া এই অফারে অ্যাক্টিভাতে হাজার হাজার টাকার ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে ৷ ৫০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন ৷ তবে এই অফার কমপক্ষে ৩০,০০০ টাকার ডাউন পেমেন্ট করলে পাওয়া যেতে পারে ৷ এছাড়া এই অফার কেবল কিছু নির্দিষ্ট ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই লেনদেনের ক্ষেত্রে প্রযোজা ৷
advertisement

আরও পড়ুন: গ্রাহকদের জন্য বড় ধাক্কা! ফের একবার দাম বাড়তে চলেছে Car-Bike-র

ক্যাশব্যাক ছাড়া সংস্থা 125cc স্কুটার ৩,৯৯৯ টাকার ডাউন পেমেন্ট ও ৫ লক্ষ টাকার বিমাতেও দিচ্ছে ৷ এই যোজনা সীমিত সময়ের জন্য রয়েছে ৷ Honda 2Wheelers India তাদের সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, এই অফার ৩১ জানুয়ারি থেকে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত বৈধ ৷ এবং নির্দিষ্ট কয়েকটি ডিলারশিপে এই অফারের সুবিধা মিলবে ৷ এই অফার অ্যাক্টিভা 125 ছাড়া অ্যাক্টিভা ৬জি-র উপরেও ভ্যালিড ৷

advertisement

আরও পড়ুন: হোম লোনে সুদের হার কী ভাবে ক্যালকুলেট করা হয়? জেনে নিন...

এই স্কুটারে কী কী ফিচার্স রয়েছে ?

এই স্কুটারের বিশেষ ফিচার্সের জন্যেই এই মডেলটি বাজারে অত্যন্ত জনপ্রিয় ৷ স্কুটারে হন্ডা ইকো টেকনোলজি (HET), ACG সাইলেন্ট স্টার্ট সিস্টেম ও হোন্ডা এনহ্যান্সড স্মার্ট পাওয়ারের (eSP) মতো ফিচার্স রয়েছে ৷ এই মডেলে সাইলেন্ট স্মার্ট ফিচারও রয়েছে যার জেরে কোনও আওয়াজ ছাড়া স্কুটার স্টার্ট করা যাবে ৷

advertisement

এই মডেলের ইঞ্জিন কেমন ?

এটা অ্যাক্টিভার সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেল ৷ এখানে রয়েছে ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন ৷ 124 cc-র ক্ষমতার সিঙ্গল সিলিন্ডার যুক্ত এয়ার কুল্ড ইঞ্জিন ব্যবহার করা হয়েছে ৷ ড্রাইভিং আরও আরামদায়ক করে তোলার জন্য ইঞ্জিনে CVT ব্যবহার করা হয়েছে ৷ এতে স্কুটারের ইঞ্জিন 8 bhp পাওয়ার ও 10.3 Nm টার্ক জেনারেট করে থাকে ৷

advertisement

আরও পড়ুন: গাড়ির লোন নেওয়ার কথা ভাবছেন ? আগে জেনে নিন কী করবেন আর কী করবেন না.....

দেখে নিন দাম কত ...

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

হোন্ডা অ্যাক্টিভা 125 তিনটি ভেরিয়েন্টে-স্ট্যান্ডার্ড, অ্যালয় ও ডিলাক্সের সঙ্গে আসে ৷ এই স্কুটারের এন্ট্রি লেভেল ভেরিয়েন্টের দাম ৭০,৬২৯ টাকা (এক্স শো-রুম দিল্লি) ও ডিলাক্স ভেরিয়েন্টের দাম ৮৭,১৮৭ টাকা (এক্স শো-রুম দিল্লি)৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ৩৯৯৯ টাকা দিয়ে বাড়ি নিয়ে আসতে পারবেন Honda Activa 125
Open in App
হোম
খবর
ফটো
লোকাল