তাঁর পেট্রোল পাম্পে দুধের খালি প্যাকেট ও প্লাস্টিকের বোতলের বদলে এক লিটার পেট্রোলে এক টাকা ছাড় ও এক লিটার ডিজেলে ৫০ পয়সার ছাড় দেওয়া হচ্ছে ৷
আরও পড়ুন: সোনায় বিনিয়োগ করতে চান? এই পথ না নিলে কিন্তু কোনও লাভই হবে না!
পেট্রোল ও ডিজেলে এই ছাড় দেওয়ার যোজনা ১৫ জুলাই থেকে শুরু করা হয়েছে ৷ এখন পর্যন্ত দুধের প্রায় ৭০০ প্যাকেট পেট্রোল পাম্পে জমা হয়েছে ৷ পাম্পের মালিক অশোক কুমার আরও জানিয়েছেন, ‘যদি কোনও ব্যক্তি ১ লিটারের দুধের প্যাকেটের খালি প্যাকেট বা জলের ১ লিটারের বোতল নিয়ে আসে তাহলে পেট্রোলে ১ টাকা ও ডিজেলে ৫০ পয়সা ছাড় পাবেন ৷ পেট্রোল পাম্পের একটি নির্দিষ্ট জায়গায় প্যাকেটগুলি জমা করা হচ্ছে ৷
advertisement
আরও পড়ুন: কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাম্পার খবর! অ্যাকাউন্টে আসতে চলেছে ২ লক্ষ ৫৯ হাজার
রাজস্থানের ডেয়ারি ব্র্যান্ড সরস ডেয়ারি (Saras Dairy), এবার ভিলওয়াড়া জেলা প্রশাসন এবার এই যোজনায় সহযোগিতা করতে এগিয়ে এসেছেন ৷ এই উদ্যোগের মাধ্যমে দুধের কমপক্ষে ১০,০০০ খালি প্যাকেট জমা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ তবে এখন পর্যন্ত ৭০০ প্যাকেট পাম্পে জমা পড়েছে ৷ বর্ষার কারণে পেট্রোল পাম্পে গ্রাহকদের সংখ্যা অনেকটা কম ৷ এর জেরে এই অভিযানের সময়সীমা বাড়িয়ে ছ’মাস করা হতে পারে ৷