TRENDING:

এই নম্বরে কল করলেই পেয়ে যাবেন নতুন LPG কানেকশন

Last Updated:

দেখে নিন কীভাবে বুকিং করবেন এলপিজি সিলিন্ডার---

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: এবার থেকে এলপিজি কানেকশনের জন্য আর ডিস্ট্রিবিউটারের অফিসের চক্কর কাটতে হবে না ৷ নতুন এলপিজি কানেকশন নিতে চাইলে কেবল একটি নম্বরে কল করতে হবে ৷ এরপরই পেয়ে যাবেন গ্যাস সিলিন্ডার ৷ তবে এই সুবিধা কেবল ইন্ডিয়া অয়েল কর্পোরেশন (IOC) থেকেই কানেকশন নিলেই পাবেন ৷ এর পাশাপাশি 8454955555 নম্বরে মিলড কল দিয়ে গ্যাস সিলিন্ডার রিফিলের জন্য বুকিং করতে পারবেন ৷ আপনাকে কেবল আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 8454955555 নম্বরে মিসড কল দিতে হবে ৷
advertisement

সোমবার আইওসি-র চেয়ারম্যান মিসড কল দিয়ে সিলিন্ডার রিফিল ও নয়া এলপিজি কানেকশন নেওয়ার সুবিধা শুরু করেছেন ৷ গোটা দেশের গ্রাহকরা এই সুবিধা পাবেন ৷ এছাড়া একটি সিলিন্ডারের প্ল্যান দুটি সিলিন্ডারের প্ল্যানে বদলানোর সুযোগ শুরু করতে চলেছে ৷ এই প্ল্যানে গ্রাহকরা ১৪.২ কিলোগ্রামের দ্বিতীয় সিলিন্ডার নিতে চাইলে মাত্র ৫ কিলোর সিলিন্ডারও নিতে পারবেন ৷ মিসড কল দিয়ে গ্যাস রিফিল এবং নতুন কানেকশন দেওয়ার এই পরিষেবা নির্দিষ্ট কয়েকটি শহরে চালু করেছিল আইওসি ৷ তবে ৯ অগাস্ট ২০২১ থেকে এই পরিষেবা গোটা দেশের গ্রাহকদের জন্য শুরু করে দেওয়া হবে ৷

advertisement

দেখে নিন কীভাবে বুকিং করবেন এলপিজি সিলিন্ডার

>> আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 8454955555 নম্বরে মিসড কল দিতে হবে

>> ভারত বিল পেমেন্ট সিস্টেমের (BBPS) মাধ্যমে এলপিজি সিলিন্ডার রিফিল করতে পারবেন

>> ইন্ডিয়ান অয়েলের অ্যাপ বা https://cx.indianoil.in মাধ্যমে বুকিং করা হতে পারে

>> গ্রাহকরা 7588888824 নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে সিলিন্ডার রিফিল করতে পারবেন

advertisement

>> এছাড়া 7718955555 নম্বরে এসএমএস বা আইবিআরএস করে বুকিং করতে পারবেন

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

>> অ্যামাজন ও পেটিএমের মাধ্যমে সিলিন্ডার রিফিল করতে পারবেন

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই নম্বরে কল করলেই পেয়ে যাবেন নতুন LPG কানেকশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল