TRENDING:

LPG Gas Cyliner: গ্যাস সিলিন্ডার বুকিংয়ে মিলছে ৯০০ টাকা ছাড়, ৩১ জুলাই পর্যন্ত মিলবে অফার

Last Updated:

সংস্থার তরফে জানানো হয়েছে ৩১ জুলাই পর্যন্ত গ্রাহকরা এই সুবিধা নিতে পারবেন, অর্থাৎ দারুণ এই সুযোগ নেওয়ার জন্য হাতে রয়েছে মাত্র ১০ দিন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: গ্যাস সিলিন্ডার বুকিংয়ে মিলছে ৯০০ টাকার ছাড়! ট্যুইট করে IOCL-র তরফে এই বিষয়ে জানানো হয়েছে ৷ পেটিএম (Paytm)-এর তরফে গ্রাহকদের এই বিশেষ অফারটি দেওয়া হয়েছে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে ৩১ জুলাই পর্যন্ত গ্রাহকরা এই সুবিধা নিতে পারবেন, অর্থাৎ দারুণ এই সুযোগ নেওয়ার জন্য হাতে রয়েছে মাত্র ১০ দিন ৷ এলপিজি গ্যাস সিলিন্ডার বুকিংয়ে গ্রাহকরা ৯০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন ৷
advertisement

পেটিএমের মাধ্যমে প্রথম তিনটি সিলিন্ডার বুকিংয়ে পেয়ে যাবে ৯০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক ৷ এই অফারের সুবিধা কেবল তাঁরাই পাবেন যাঁরা প্রথম বার পেটিএম অ্যাপের মাধ্যমে বুকিং করবেন ৷ পাশাপাশি এই অফার ন্যূনতম ৫০০ টাকার বুকিংয়ে মিলবে ৷ এছাড়া এই ক্যাম্পেনে আপনি কেবল একবার এই অফারের সুবিধা নিতে পারবেন ৷

IOCL এর তরফে ট্যুইটে এই বিষয়ে জানানো হয়েছে ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, পেটিএমের মাধ্যমে পেমেন্ট করে সিলিন্ডার রিফিল করলে আপনি ৯০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন ৷ আরও বিস্তারিত জানতে https://paytm.com/cylinder-gas-recharge/indane লিঙ্কে ভিজিট করতে হবে ৷

advertisement

কীভাবে করবেন বুকিং?

প্রথমে পেটিএম অ্যাপে যেতে হবে

Paytm এ Show more এ ক্লিক করতে হবে

Recharge ও পে বিলে ক্লিক করুন

এরপর যেতে হবে Book a cylinder

আপনার গ্যাস প্রোভাইডার সিলেক্ট করতে হবে

নিজের মোবাইল নম্বর ও এলপিজি আইডি দিতে হবে

এরপর পেমেন্ট করতে হবে

পেমেন্ট করতেই চলে আসবে স্ক্র্যাচ কার্ড

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, জুলাইয়ে শুরুতে ভর্তুকিযুক্ত রান্নার গ্যাসের দাম প্রায় ২৫ টাকা বৃদ্ধি করা হয়েছিল ৷ কমার্শিয়াল সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছিল ৮৪ টাকা ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
LPG Gas Cyliner: গ্যাস সিলিন্ডার বুকিংয়ে মিলছে ৯০০ টাকা ছাড়, ৩১ জুলাই পর্যন্ত মিলবে অফার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল