কী এই রাজীব গান্ধি গ্রামীণ ভূমিহীন কৃষি মজদুর ন্যায় যোজনা?
Rajiv Gandhi Gramin Bhumihin Krishi Majdur Nyay যোজনা অনুযায়ী ভূমিহীন কৃষি শ্রমিকদের পরিবারকে বছরে ৬০০০ টাকার আর্থিক সাহায্য করা হবে ৷ এই যোজনায় পরিবারের প্রধানকে এই টাকা দেওয়া হবে ৷ যোজনার লাভ নেওয়ার জন্য সরকারি ওয়েবসাইটে নিজের নাম নথিভুক্ত করতে হবে ৷ ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন ৷ এর জন্য গ্রাম পঞ্চায়েতের সচিবের কাছে আবেদন জমা করতে হবে ৷
advertisement
কে করতে পারবেন আবেদন ?
এই যোজনার সুবিধা নেওয়ার ক্ষেত্রে মানতে হবে বেশ কয়েকটি শর্ত ৷ Rajiv Gandhi Gramin Bhumihin Krishi Majdur Nyay যোজনার লাভ নেওয়ার জন্য ছত্তীসগড়ের বাসিন্দা হতে হবে ৷ যাঁদের কাছে চাষের জমি নেই তাঁরা এই যোজনার লাভ নিতে পারবেন ৷ আবেদনকারীর পরিবারের কোনও সদস্যর কাছে চাষের জমি থাকলে চলবে না ৷
দেখে নিন কোথায় আবেদন করতে হবে -
এই যোজনার লাভ নেওয়ার জন্য https://rggbkmny.cg.nic.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন ৷ এর জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক ৷