TRENDING:

এই যোজনায় প্রতি মাসে পেয়ে যাবেন ৬০০০ টাকা, ১ সেপ্টেম্বর থেকে এখানে করুন আবেদন

Last Updated:

এই যোজনার সুবিধা নেওয়ার ক্ষেত্রে মানতে হবে বেশ কয়েকটি শর্ত ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশের বেশির ভাগ গ্রামীণ নাগরিকের জীবন যাপন কৃষির উপর নির্ভর করে ৷ ছত্তীসগড় সরকারের তরফে রাজীব গান্ধি গ্রামীণ ভূমিহীন কৃষি মজদুর ন্যায় যোজনা (Rajiv Gandhi Gramin Bhumihin Krishi Majdur Nyay Yojana) চালানো হচ্ছে ৷ এই যোজনায় প্রায় ১০ লক্ষের বেশি ভূমিহীন কৃষি শ্রমিকরা লাভবান হতে চলেছেন ৷ প্রত্যেক পরিবারকে বছরে ৬০০০ টাকার দেওয়া হবে ৷ এই যোজনার মাধ্যমে কৃষি শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান করা হবে ৷ বর্তমান আর্থিক বছর ২০২১-২২ থেকে শুরু হওয়া এই যোজনায় নাম নথিভুক্ত করার আবেদনের কাজ শীঘ্রই শুরু হতে চলেছে ৷
advertisement

কী এই রাজীব গান্ধি গ্রামীণ ভূমিহীন কৃষি মজদুর ন্যায় যোজনা?

Rajiv Gandhi Gramin Bhumihin Krishi Majdur Nyay যোজনা অনুযায়ী ভূমিহীন কৃষি শ্রমিকদের পরিবারকে বছরে ৬০০০ টাকার আর্থিক সাহায্য করা হবে ৷ এই যোজনায় পরিবারের প্রধানকে এই টাকা দেওয়া হবে ৷ যোজনার লাভ নেওয়ার জন্য সরকারি ওয়েবসাইটে নিজের নাম নথিভুক্ত করতে হবে ৷ ১ সেপ্টেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারবেন ৷ এর জন্য গ্রাম পঞ্চায়েতের সচিবের কাছে আবেদন জমা করতে হবে ৷

advertisement

কে করতে পারবেন আবেদন ?

এই যোজনার সুবিধা নেওয়ার ক্ষেত্রে মানতে হবে বেশ কয়েকটি শর্ত ৷  Rajiv Gandhi Gramin Bhumihin Krishi Majdur Nyay যোজনার লাভ নেওয়ার জন্য ছত্তীসগড়ের বাসিন্দা হতে হবে ৷ যাঁদের কাছে চাষের জমি নেই তাঁরা এই যোজনার লাভ নিতে পারবেন ৷ আবেদনকারীর পরিবারের কোনও সদস্যর কাছে চাষের জমি থাকলে চলবে না ৷

advertisement

দেখে নিন কোথায় আবেদন করতে হবে -

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

এই যোজনার লাভ নেওয়ার জন্য https://rggbkmny.cg.nic.in/ ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন ৷ এর জন্য আধার কার্ড থাকা বাধ্যতামূলক ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই যোজনায় প্রতি মাসে পেয়ে যাবেন ৬০০০ টাকা, ১ সেপ্টেম্বর থেকে এখানে করুন আবেদন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল