TRENDING:

মাত্র ৪৫ মিনিটে ৫ লক্ষ টাকার লোন দিচ্ছে SBI, ৬ মাস পর্যন্ত দিতে হবে না EMI

Last Updated:

কীভাবে আবেদন করবেন? দেখে নিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে লকডাউনের সময়সীমা বাড়িয়ে ১৭ মে করা হয়েছে ৷ জরুরি জিনিসের দোকান ছাড়া প্রায় সব দোকানই বন্ধ রয়েছে ৷ কোভিড ১৯ এর প্রভাব সবচেয়ে বেশি মধ্যবিত্তদের উপরে পড়েছে ৷ এর জেরে মানুষের হাতে টাকা নেই ৷ আয় নেই, পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে আগামী দিনগুলি কীভাবে কাটবে বা রোজগার কোথা থেকে হবে তা নিয়ে আশঙ্কায় দিন কাটাচ্ছেন হাজার হাজার মানুষ ৷ দেশের আর্থিক অবস্থার উপরও এর প্রভাব পড়েছে ৷
advertisement

এরকম অবস্থায় যদি আপনার টাকার দরকার পড়ে তাহলে দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনার সাহায্য করতে পারবে ৷ এসবিআই খুব অল্প সময়ের মধ্যে কম সুদে আপনাকে ৫ লক্ষ টাকা পর্যন্ত লোন দিতে পারবে ৷ সবচেয়ে সুবিধার বিষয় হল এই লোনের জন্য আপনি বাড়িতে বসেই আবেদন করতে পারবেন ৷ আপনার এই কাজ মাত্র ৪৫ মিনিটে হয়ে যাবে ৷

advertisement

করোনা ভাইরাস মহামারীর মধ্যে সাধারণ মানুষের সাহায্যের জন্য স্টেট ব্যাঙ্কের তরফে এই নতুন লোন লঞ্চ করা হয়েছে ৷ এতে প্রথম ছ’মাস পর্যন্ত দিতে হবে না কোনও ইএমআই ৷ অথার্ৎ চলতি মাসে লোন নিলে অক্টোবর পর্যন্ত আপনাকে ইএমআই দিতে হবে না ৷ ৬ মাস পর থেকে ইএমআই শুরু হবে ৷

আপনি যে কোনও সময়ে স্টেট ব্যাঙ্কের পার্সোনাল এমারজেন্সি লোন নিতে পারবেন ৷ এর জন্য বছরে ৭.২৫ শতাংশ সুদ দিতে হবে ৷ পার্সোনাল লোন ২ লক্ষ টাকা পর্যন্ত নিতে পারবেন ৷ পেনশন লোনে পেয়ে যাবেন ২.৫ লক্ষ টাকা ৷ সার্ভিস ক্লাসের জন্য ৫ লক্ষ টাকা লোন মিলবে ৷

advertisement

কীভাবে আবেদন করবেন?

বাড়িতে বসে আপনার রেজিষ্টার্ড মোবাইল নম্বর থেকে PAPL টাইপ করে স্পেসের পর আপনার অ্যাকাউন্ট নম্বরের শেষের ৪ডিজিট লিখে 567676 এসএমএস পাঠিয়ে দিন ৷

ব্যাঙ্ক আপনাকে যোগ্য মনে করলে মাত্র চারটি প্রোসেসের মধ্যে দিয়ে আপনি লোন পেয়ে যাবেন লোন ৷ YONO SBI অ্যাপের মাধ্যমেও লোনের আবেদন করতে পারবেন ৷ এই ক্ষেত্রে Avail Now অপশন সিলেক্ট করতে হবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

এরপর কত টাকার লোন নিতে চান তা জানাতে হবে ৷ এরপর আপনার রেজিষ্টার্ড মোবাইল নম্বরে ওটিপি আসবে ৷ ওটিপি দিতেই আপনার অ্যাকাউন্টে লোনের টাকা ট্রান্সফার হয়ে যাবে ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ৪৫ মিনিটে ৫ লক্ষ টাকার লোন দিচ্ছে SBI, ৬ মাস পর্যন্ত দিতে হবে না EMI
Open in App
হোম
খবর
ফটো
লোকাল