তথ্যের ভিত্তিতে দেখা যাচ্ছে, জি২০ দেশগুলির মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ভারতের। এর আগে ব্রিটেন ঘোষণা করেছিল, শতাংশের জিডিপি–তে পতনের হার ২১ শতাংশ। যা এতদিন ছিল সর্বনিম্ন। সেটাকেও ছাড়িয়ে গেল ভারত। ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ৩৬ লক্ষের কাছাকাছি। তার মধ্যে ৬৪ হাজার মানুষের মৃত্যুও হয়েছে। আমেরিকা ও ব্রাজিলের পরেই রয়েছে ভারত। যান চলাচল, শিক্ষা প্রতিষ্ঠান থেকে রেস্তোরাঁ এখন সাপ্তাহিত লকডাউনে কোথাও কোথাও বন্ধ রয়েছে। স্বাভাবিক ভাবে উৎপাদন ও পাইকারি বাণিজ্যে তার প্রভাব পড়েছে সরাসরি।
advertisement
ভারতে মার্চ মাসের ২৫ তারিখে প্রথম লকডাউন শুরু করা হয়। তারপর সেটা চলে মে মাসের শেষ পর্যন্ত। জুন মাস থেকে ধীরে ধীরে লকডাউন তুলে নেওয়া হয়। বাণিজ্যের ক্ষেত্রে এপ্রিল জুন সবচেয়ে খারাপ সময় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জুন মাসে সামান্য চাহিদা বাড়ে কিন্তু কোভিড ঢেউ আসার আগে যেমন ছিল, তেমন পরিস্থিতি কখনই হয়নি।