TRENDING:

Changes From 1st August: আগামিকাল সকাল থেকে বদলে যাব এই বড় পাঁচটি নিয়ম, সরাসরি জীবনে ব্যাপক প্রভাব

Last Updated:

Changes From 1st August: গ্রাহকদের জন্য অত্যন্ত বড় খবর অগাস্ট মাসে প্রায় ১৮দিন ব্যাঙ্ক বন্থ থাকবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ৩১ জুলাইয়ের মধ্যে আয়কর রিটার্ন ফাইল না করা হয় সেক্ষেত্রে বড়সড় বিপদে পড়তে হবে ৷ ১ অগাস্ট থেকে জরিমানার সঙ্গে আইটিআর করতে হবে ৷ যদি করদাতার করযোগ্য আয় ৫ লাখের বেশি বা কম হয়ে থাকে সেক্ষেত্রে লেট ফাইন হিসাবে ১ হাজার টাকা দিতে হবে ৷ যদি ট্যাক্সেবেল আয় লক্ষ টাকা বা তার থেকে বেশি সেক্ষেত্রে লেটফাইন দিতে হবে ৫ হাজার টাকা ৷ পিএম কিষাণ সম্মান নিধি যোজনার লব্যার্থীদের ইকেওয়াসি জমা দেওয়ার শেষ তারিখ ৩১ জুলাই ২০২২, ১ অগাস্ট থেকে কৃষকেরা আর e-KYC আর জমা দিতে পারবেন না ৷
প্রতীকী ছবি ৷
প্রতীকী ছবি ৷
advertisement

৩১ জুলাই পর্যন্ত e-KYC জমা না দিলে ১২তম কিস্তির টাকা পাবেন না ৷ এই জন্য নিকটবর্তী কমন সার্ভিস সেন্টারে যেতে হবে ekyc জমা দিতে হবে ৷ যদি ব্যাঙ্ক অফ বরোদায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে (BOB) সেক্ষেত্রে মনে রাখতে হবে ১ অগাস্ট থেকে চেকের নিয়মকানুন পরিবর্তিত হতে চলেছে ৷ ব্যাঙ্কের গাইড লাইন অনুসারে জানতে পারা গিয়েছে ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে জানতে পারা গিয়েছে ১ অগাস্ট থেকে ৫ লক্ষ টাকা বা তার থেকে বেশি অ্যামাউন্টের চেকের ক্ষেত্রে পজিটিভ পে সিস্টেম চালু করা হয়েছে ৷

advertisement

আরও পড়ুন:  7th Pay Commission: DA Hike সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বিরাট খুশির খবর! বেতন বৃদ্ধির বিস্তারিত তথ্য

ব্যাঙ্কের চেক সংক্রান্ত তথ্য এসএমএস , নেট ব্যাঙ্কিং বা মোবাইল অ্যাপের মাধ্যমে দিতে হবে ৷ প্রতি মাসের এক তারিখে রান্নার গ্যাসের দামের পরিবর্তন হয়ে থাকে ৷ এই মাসে অর্থাৎ অগাস্টেও এমন হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এইবার ঘরোয়ার সঙ্গে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম পরিবর্তিত হতে পারে ৷ ২০ থেকে ৩০ টাকা সিলিন্ডার প্রতি দাম বৃদ্ধি হবে ৷ গতবার বাণিজ্যেক রান্নার গ্যাসের দাম সস্তা হয়েছিল ৷

advertisement

অন্যদিকে ঘরোয়া রান্নার গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ৫০ টাকা বৃদ্ধি হয়েছিল ৷ প্রধানমন্ত্রী বিমা ফসল যোজনা (PMFBY) লাভ পেতে গেলে ফসলের বিমা করতে হবে ৷ নাম নথিভুক্ত করার শেষদিন ৩১ জুলাই ২০২২ এরপরে কোনও রেজিস্ট্রেশনই গ্রাহ্য হবেনা ৷ ফলত বেশ কিছু মানুষ বঞ্চিত হতে পারেন ৷

আরও পড়ুন: West Bengal Lottery Result 2022: ৬ টাকায় ৫০ লাখ! রবিবারের ডিয়ার বঙ্গশ্রী ইছামতী লটারির টিকিটে সুবর্ণ সুযোগ

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

রেজিস্ট্রেশন অনলাইন ও অফলাইনে করা যেতে পারে ৷ এইবার অগাস্টে মহরম (Muharram), রাখিপূর্ণিমা (Raksha Bandhan), স্বাধীনতা দিবস (Independence Day), জন্মাষ্টমী (Janmashtami), গণেশ চতুর্থীর মত উৎসব রয়েছে ৷ এই কারণেই আলাদা আলাদা রাজ্য মিলিয়ে অগাস্টে মোট ১৮ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Changes From 1st August: আগামিকাল সকাল থেকে বদলে যাব এই বড় পাঁচটি নিয়ম, সরাসরি জীবনে ব্যাপক প্রভাব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল