TRENDING:

প্রথম দিনেই বিশ্বের সবথেকে সস্তা স্মার্টফোনের সাইট ক্র্যাশ !

Last Updated:

তার আসার অপেক্ষায় ছিল গোটা ভারত ৷ গত কয়েকদিন ধরেই সবথেকে বেশি চর্চিত বিষয় হল, ‘২৫১ টাকায় এবার থেকে মিলবে স্মার্ট ফোন ৷’ ঘড়িতে অ্যালার্ম দিয়ে দুনিয়ার সবথেকে সস্তা স্মার্টফোনটি কেনার জন্য মুখিয়ে ছিল অনেকেই ৷ কিন্তু সমস্ত আপাতত সমস্ত উত্তেজনায় জল ঢেলে বৃহস্পতিবার সকাল থেকে খুলছে না নির্দিষ্ট সাইটটি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: তার আসার অপেক্ষায় ছিল গোটা ভারত ৷ গত কয়েকদিন ধরেই সবথেকে বেশি চর্চিত বিষয় হল, ‘২৫১ টাকায় এবার থেকে মিলবে স্মার্টফোন ৷’ ঘড়িতে অ্যালার্ম দিয়ে দুনিয়ার সবথেকে সস্তা স্মার্টফোনটি কেনার জন্য মুখিয়ে ছিল অনেকেই ৷ কিন্তু সমস্ত আপাতত সমস্ত উত্তেজনায় জল ঢেলে বৃহস্পতিবার সকাল থেকে খুলছে না নির্দিষ্ট সাইটটি ৷
advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ আর ‘ডিজিটাল ইন্ডিয়া’ থেকে অনুপ্রাণিত ‘ফ্রিডম ২৫১’ ৷ দুনিয়ার সবথেকে সস্তা স্মার্ট ফোন ৷ দাম মাত্র ২৫১ টাকা ৷ ৪০ টাকা শিপিং চার্জ দিয়ে মোট খরচা পড়বে ২৯১ ৷ বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল, ১৮ ফেব্রুয়ারি সকাল ৬ টা থেকে ২১ ফেব্রুয়ারি সন্ধে ৮টা অবধি www.freedom251.com সাইটে বুকিং নেওয়া হবে ৷ কিন্তু বুকিং শুরুর প্রথম দিনেই সমস্যা ৷ ক্র্যাশ করে যায় সাইটটি ৷ অনেক উৎসাহিত ক্রেতাই অভিযোগ করেছেন, সকাল থেকে সাইটটি খোলাই যায়নি ৷ কারোর কারোর বক্তব্য সাইট খুললেও বুকিং প্রক্রিয়া সম্পূর্ণ করা যাচ্ছে না ৷ বুকিং করতে গেলে সাইট আটকে যাচ্ছে ৷

advertisement

সস্তা হলেও স্মার্ট ফোনটিতে রয়েছে দুধর্ষ কিছু ফিচার ৷ যার জন্য ছোট থেকে বড় সকলের কাছেই লোভনীয় ‘ফ্রিডম ২৫১’ ৷ তবে বুকিং করার সঙ্গে সঙ্গেই এই ফোন হাতে পাওয়া যাবে না ৷ বিজ্ঞপ্তিতে উল্লেখ না থাকলেও সাইটের ডেলিভারি ডিটেলসে কোম্পানি জানিয়েছে, বুকিং করার ৪ মাস পর ক্রেতার কাছে ফোনটি ডেলিভারি করা হবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

এই মুহূর্তে ভারতীয় বাজারে ‘ফ্রিডম ২৫১’ বাদে সবচেয়ে কম দামে যে স্মার্ট ফোন পাওয়া যায় তার দাম ১৫০০ টাকা ৷ গত বছর ডেটাউইন্ড, রিলায়েন্স কমিনিউকেশনের সঙ্গে জুটি বেঁধে বাজারে ৯৯৯ টাকায় স্মার্টফোন আনার কথা ঘোষণা করেছিল ৷ বিশেষজ্ঞদের মতে, এই মুহূর্তে বিশ্বের মধ্যে ভারতেই স্মার্টফোনের চাহিদা সবথেকে বেশি ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
প্রথম দিনেই বিশ্বের সবথেকে সস্তা স্মার্টফোনের সাইট ক্র্যাশ !