TRENDING:

Fruit Agriculture: অল্প খরচে অধিক ফলন! দেশি নয়, বিদেশি চারায় অনেক বেশি লাভ, নতুন এই ফল চাষে খুশি চাষিরা

Last Updated:

Fruit Agriculture: দীর্ঘ বেশ কয়েক বছর ধরে দেশি জাতের সবেদা চাষ করে সেভাবে লাভের মুখ দেখতে পারছিলেন না সুন্দরবনের এই সবেদা চাষিরা। তাই বাধ্য হয়ে এই নারকেল সবেদা, অর্থাৎ দেশি নয়, বিদেশি চারার উপরে বেশি জোর দেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: এবার জেলার বিভিন্ন এলাকায় চাষ হচ্ছে নারকেলি সবেদা। আর এই নতুন প্রজাতির সবেদা সুন্দরবন তথা দক্ষিণ ২৪ পরগনা চাষিরা চাষ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।
advertisement

এই সমস্ত এলাকাতে আগে বিঘের পর বিঘে সবেদা বাগান চাষ করতে দেখা যেত, অর্থাৎ এই সমস্ত এলাকাতে বেশ কিছু চাষি আছেন যাঁরা বিভিন্ন জাতের সবেদা চাষ করে আর্থিকভাবে সচ্ছল থাকতেন। কিন্তু দীর্ঘ বেশ কয়েক বছর ধরে দেশি জাতের সবেদা চাষ করে সেভাবে লাভের মুখ দেখতে পারছিলেন না সুন্দরবনের এই সবেদা চাষিরা। তাই বাধ্য হয়ে এই নারকেল সবেদা, অর্থাৎ দেশি নয়, বিদেশি চারার উপরে বেশি জোর দেন। এবং তা থেকেই আসে তাঁদের সাফল্য।

advertisement

আরও পড়ুন: চারদিনেই ভারী বৃষ্টির দাপট শুরু দক্ষিণবঙ্গে, কলকাতায় কবে কবে কতটা ঝড়বৃষ্টি হবে, এক নজরে IMD পূর্বাভাস জানুন

দেশি সবেদা চাষ করে যতটা লাভ হত, ততটাই বিভিন্ন খরচের খাতে বেরিয়ে যেত। এবং যার জন্য লাভের মুখ সেভাবে দেখতে পাচ্ছিলেন না এই চাষিরা। তাই তাঁরা এই বিদেশি নারকেল সবেদা জাতের গাছ বসিয়ে অল্প খরচে অধিক ফলন পাচ্ছেন গাছগুলিতে। লাভবানও হচ্ছেন আগের থেকে।

advertisement

এই সবেদা শুধুমাত্র রাজ্যে নয়, বাইরেও পাঠিয়ে দিচ্ছেন। এবং দেশি সবেদার দামের তুলনায় এই নারকেল জাতের সবেদার দামও ভালই উঠছে। অধিক লাভের দিশা দেখছেন তাঁরা। অন্যান্য চাষিদেরও এই ফল চাষে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছেন সকলে।

সেরা ভিডিও

আরও দেখুন
এখনও দগদগে বন্যার ক্ষত! ভাইফোঁটার দিন জলপাইগুড়িতে 'এই' কাজে ব্যস্ত ভাইয়েরা
আরও দেখুন

সুমন সাহা

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Fruit Agriculture: অল্প খরচে অধিক ফলন! দেশি নয়, বিদেশি চারায় অনেক বেশি লাভ, নতুন এই ফল চাষে খুশি চাষিরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল