TRENDING:

জিওতে ক্ষতি ২৭১ কোটি, গ্রাহক সংখ্যা ছাড়াল ১৩ কোটি !

Last Updated:

৬১৫০ কোটি টাকার ব্যবসা করে, সংস্থার ক্ষতির পরিমাণ ২৭১ কোটি টাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: জিও বাজারে আসার পরেই দেশের টেলিকম শিল্পে নতুন বিপ্লব এসেছে ৷ একের পর এক দুর্দান্ত অফারের ঘায়ে বাকিদের অবস্থা খুবই খারাপ ৷ প্রতিযোগিতার দৌড়ে রিল্যায়েন্স জিওর থেকে অনেকাংশেই পিছিয়ে পড়েছে  অন্যান্য টেলিকম সংস্থাগুলি ৷ কিন্তু জিও থেকে সংস্থার আয় কত ? এতদিন সেব্যাপারে কোনও মুখ না খুললেও শেষপর্যন্ত রিল্যায়েন্স চেয়ারম্যান মুকেশ আম্বানি জানালেন লাভের থেকে ক্ষতির পরিমাণ কিছুটা হলেও বেশি ৷
advertisement

মুকেশ আম্বানি জানিয়েছেন, রিলায়েন্স জিও ইনফোকম লিমিটেড ২৬০ কোটি টাকা লাভ করেছে। যদিও সেটি সুদ ও করের পরিমাণ বাদ দিয়ে। ৬১৫০ কোটি টাকার ব্যবসা করে, সংস্থার ক্ষতির পরিমাণ ২৭১ কোটি টাকা।

সেরা ভিডিও

আরও দেখুন
সানশেড ভেঙে সাংঘাতিক দুর্ঘটনা! চাপা পড়ল শিশু-সহ ৫
আরও দেখুন

ব্যবসায় ক্ষতির পরিমাণ বেশি হলেও জিওর জন্য আশার খবর হল, দেশে সংস্থার গ্রাহক সংখ্যার পরিমাণ ক্রমে বেড়েই চলেছে ৷ বর্তমানে জিওর গ্রাহক সংখ্যা ১৩.৮৬ কোটি ছাড়িয়েছে ৷ ভবিষ্যতে তাই ব্যবসায় আরও ভাল ফলের আশায় মুকেশ আম্বানির সংস্থা ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
জিওতে ক্ষতি ২৭১ কোটি, গ্রাহক সংখ্যা ছাড়াল ১৩ কোটি !