ফ্লিপকার্ট-এর সিইও কল্যাণ কৃষ্ণমূর্তির কথায়, 'ভারতে আমরা আবার সেরা হয়েছি৷ আমাদের ব্র্যান্ডের পক্ষে যা অত্যন্ত সুখের৷ ফ্লিপকার্টে কাজ করে কর্মীরা সত্যিই সুখী৷ খুবই ফ্লেক্সিবল ওয়ার্ক কালচার আমাদের৷ ফলে কর্মীরা উত্সাহের সঙ্গে কাজ করেন৷ দেশের সেরা প্রতিভাদের নিয়োগ করে ভালো পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য৷'
কর্মীদের সুযোগ সুবিধা, মাইনে ও অন্যান্য নানা সুবিধা বিচার করেই সংস্থাকে র্যাঙ্ক করা হয়েছে৷ দ্বিতীয় স্থানে রয়েছে আরেক ই-কমার্স সংস্থা অ্যামাজন৷ ভারতে অ্যামাজনে চাকরি করেন ৫০ হাজার জন৷ ১৯৫০টি কর্মসংস্থান এই মুহূর্তে পোস্ট করেছে অ্যামাজন৷ তৃতীয় স্থানে রয়েছে OYO হসপিটালিটি৷ ভারতে এই সংস্থায় চাকরি করেন ৭ হাজার জন৷ গোটা বিশ্বে ওয়ো-র নিজস্ব হোটেল রয়েছে ৪ লক্ষ ৫০ হাজার৷ ২০২৩ সালে বিশ্বের সবচেয়ে বড় হোটেল চেন ম্যারিয়ট অধিগ্রহণ করতে চলেছে OYO৷
advertisement