সম্প্রতি কানাড়া ব্যাঙ্ক গ্রাহকদের বিশেষ ব্যাঙ্ক এফডি অফার করছে। এতে ৮ শতাংশ হারে সুদ পাচ্ছেন গ্রাহকরা। এই সুদ ৪৪৪ দিনের এফডি-তে পাওয়া যায়। ব্যাঙ্ক সুপার সিনিয়র সিটিজেনদের ৪৪৪ দিনের এফডি-তে ৮% হারে সুদ দিচ্ছে। ৮০ বছরের বেশি বয়স্কদের সুপার সিনিয়র সিটিজেন হিসাবে বলা হয়ে থাকে।
advertisement
কানাড়া ব্যাঙ্ক ৪০০ দিন এবং ৪৪৪ দিনের FD-তে সর্বোচ্চ সুদের হার দিচ্ছে। কানাড়া ব্যাঙ্ক ৪০০ দিনের এফডি-তে ৭.১৫% সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকরা এই ৪০০ দিনের এফডিতে ৭.৬৫ শতাংশে সুদ পাচ্ছেন। ব্যাঙ্ক ৪০০ দিনের জন্য ১৫ লক্ষ টাকার বেশি এফডি-তে সাধারণ মানুষকে ৭.৪৫ শতাংশ এবং বয়স্ক নাগরিকদের ৭.৭৫ শতাংশ সুদ দিচ্ছে।
আরও পড়ুন, তাহলে কি নিছক দুর্ঘটনা নয়? রয়েছে বড় জট? সিবিআই তদন্তের সওয়ালে একাধিক প্রশ্ন
আরও পড়ুন, তাপপ্রবাহ চলবে আরও ৫ দিন ! তারপর কি আবহাওয়ার উন্নতি? জানুন ওয়েদার আপডেট
ব্যাঙ্ক আপনাকে ৭ শতাংশ সুদ দিচ্ছে এবং ৭.৭৫ শতাংশ প্রবীণ নাগরিকদের ৬৬৬ দিনের FD-এ দিচ্ছে। ব্যাঙ্ক ২ বছরের বেশি কিন্তু ৩ বছরের কম সময়ের FD-তে ৭.৩% সুদ দিচ্ছে। সাধারণ মানুষ ৩ বছরের বেশি কিন্তু ৫ বছরের কম সময়ের FD-এ ৬.৫ শতাংশ সুদ পাচ্ছেন।
