TRENDING:

Fixed Deposit Rate: অবাক করে দেওয়া খবর! ৮% হারে FD-তে সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, দারুণ সুযোগ

Last Updated:

Fixed Deposit Rate: কানাড়া ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে FD-তে সাধারণ গ্রাহককে ৩.২৫% থেকে ৭.১৫% পর্যন্ত সুদ দিচ্ছে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নিউ দিল্লি: দুর্দান্ত খবর দিল কানাড়া ব্যাঙ্ক। ৮ শতাংশ হারে এফডিতে সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক। কানাড়া ব্যাঙ্ক সম্প্রতি সুদের হার বাড়িয়েছে সিনিয়র সিটিজেন এবং সুপার সিনিয়র সিটিজেনদের জন্য। কানাড়া ব্যাঙ্ক ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে FD-তে সাধারণ গ্রাহককে ৩.২৫% থেকে ৭.১৫% পর্যন্ত সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৩.২৫ শতাংশ থেকে ৭.৬৫ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে।
৮% হারে FD-তে সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক
৮% হারে FD-তে সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক
advertisement

সম্প্রতি কানাড়া ব্যাঙ্ক গ্রাহকদের বিশেষ ব্যাঙ্ক এফডি অফার করছে। এতে ৮ শতাংশ হারে সুদ পাচ্ছেন গ্রাহকরা। এই সুদ ৪৪৪ দিনের এফডি-তে পাওয়া যায়। ব্যাঙ্ক সুপার সিনিয়র সিটিজেনদের ৪৪৪ দিনের এফডি-তে ৮% হারে সুদ দিচ্ছে। ৮০ বছরের বেশি বয়স্কদের সুপার সিনিয়র সিটিজেন হিসাবে বলা হয়ে থাকে।

advertisement

কানাড়া ব্যাঙ্ক ৪০০ দিন এবং ৪৪৪ দিনের FD-তে সর্বোচ্চ সুদের হার দিচ্ছে। কানাড়া ব্যাঙ্ক ৪০০ দিনের এফডি-তে ৭.১৫% সুদ দিচ্ছে। প্রবীণ নাগরিকরা এই ৪০০ দিনের এফডিতে ৭.৬৫ শতাংশে সুদ পাচ্ছেন। ব্যাঙ্ক ৪০০ দিনের জন্য ১৫ লক্ষ টাকার বেশি এফডি-তে সাধারণ মানুষকে ৭.৪৫ শতাংশ এবং বয়স্ক নাগরিকদের ৭.৭৫ শতাংশ সুদ দিচ্ছে।

advertisement

আরও পড়ুন, তাহলে কি নিছক দুর্ঘটনা নয়? রয়েছে বড় জট? সিবিআই তদন্তের সওয়ালে একাধিক প্রশ্ন

আরও পড়ুন,  তাপপ্রবাহ চলবে আরও ৫ দিন ! তারপর কি আবহাওয়ার উন্নতি? জানুন ওয়েদার আপডেট

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ব্যাঙ্ক আপনাকে ৭ শতাংশ সুদ দিচ্ছে এবং ৭.৭৫ শতাংশ প্রবীণ নাগরিকদের ৬৬৬ দিনের FD-এ দিচ্ছে। ব্যাঙ্ক ২ বছরের বেশি কিন্তু ৩ বছরের কম সময়ের FD-তে ৭.৩% সুদ দিচ্ছে। সাধারণ মানুষ ৩ বছরের বেশি কিন্তু ৫ বছরের কম সময়ের FD-এ ৬.৫ শতাংশ সুদ পাচ্ছেন।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Fixed Deposit Rate: অবাক করে দেওয়া খবর! ৮% হারে FD-তে সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক, দারুণ সুযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল